December 11, 2023, 10:31 pm

সংবাদ শিরোনাম
ইসলামপুরে ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক ভারসাম্যহীনের মৃত্যু শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

কক্সবাজারের উখিয়া সীমান্তে শূন্যরেখায় ১ হাজার রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া সীমান্তে শূন্যরেখায় ১ হাজার রোহিঙ্গা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়া সীমান্তের শূন্যরেখায় অন্তত এক হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে বিজিবি জানিয়েছে।

 

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, গতকাল বৃহস্পতিবার ভোরের আগেই এসব রোহিঙ্গা উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তে শূন্যরেখায় আশ্রয় নেয়। এর আগে আঞ্জুমানপাড়া সীমান্ত পয়েন্টের শূন্যরেখায় আশ্রয় নেওয়া ১৫ থেকে ১৭ হাজার তিনদিন থাকার পর ১৯ অক্টোবর থেকে তাদের বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়।

বিজিবি কর্মকর্তা মঞ্জুরুল বলেন, এ পর্যন্ত পাওয়া খবরে শূন্যরেখায় অন্তত হাজারখানেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সঠিক সংখ্য নিশ্চিত করতে একটু সময় লাগবে। সেখানে ইউএনএইচসিআর, আইওএমসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার কর্মীরাও উপস্থিত রয়েছেন। তাদের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মঞ্জুরুল। প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে শূন্যরেখা আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার ব্যাপারে করণীয় নির্ধারণ করা হবে বলে জানান এই বিজিবির কর্মকর্তা।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর