সিলেটের ওসমানীনগরে এক বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার চক আতাউল্লা গ্রামের মনফর আলীর পুত্র আফছর আহমদ (৫৫)। মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে ওসমানীনগর থানার এএসআই আব্দুস সহিদ গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে সিলেটের কুইঘাট এলাকায় তার ভাড়াকৃত বাসা থেকে তাকে গ্রেফতার করেন। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। আফছর আহমদ দীর্ঘদিন ধরে একটি সিআর মামলায় পলাতক ছিল।