December 4, 2023, 5:40 am

সংবাদ শিরোনাম
পুতিন বাড়ালেন সেনাবাহিনীর সংখ্যা ২ দিনের হামলায় মৃত ১৯৩,গাজায় রংপুরে মনোনয়ন যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৩ আসনে বৈধ ১৯, বাতিল ৫, স্থগিত ৩ রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

এবার শাকিবের নায়িকা তানহা মৌমাছি

এবার শাকিবের নায়িকা তানহা মৌমাছি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

শাকিব খানের নতুন নায়িকা হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন তানহা মৌমাছি। ছবির নাম ‘মামলা হামলা ঝামেলা’। উত্তম আকাশের পরিচালনায় আগামি ১লা নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। তানহা মৌমাছি বলেন, এ ছবিতে আমি শুধু একা নায়িকা না, বিদ্যা সিনহা মিম আপুও থাকবেন। তবে কাহিনীতে মিম আপুর পাশাপাশি আমাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারই প্রথম আমি শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি। এটা নতুন অভিনেত্রী হিসেবে আমার জন্য বিরাট পাওয়া। বুধবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। জানা যায়, ‘মামলা হামলা ঝামেলা’ ছবির মোট চারটি গানের মধ্যে মিমের ঠোঁটে দু’টি ও তানহার দু’টি গান থাকবে। আর একটি আইটেম গানে বলিউডের সানি লিওনকে নেয়ার ব্যাপারে চেষ্টা চলছে। শাকিব খান বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। একই পরিচালকের ‘আমি নেতা হব’ ছবির কাজও শেষ করছেন শাকিব খান। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। উল্লেখ্য, চিত্রনায়িকা তানহা মৌমাছির একটি ছবি মুক্তি পেয়েছে। গত বছর মুক্তি পাওয়া এ ছবির নাম ‘যে গল্পে ভালোবাসা নেই’। ছবিটি পরিচালনা করেন রয়েল খান। ছবিটিতে সুমিত সেন ও ফিরোজ শাহী অভিনয় করেন। এ ছাড়া তানহা অভিনীত রেজভী আহমেদের ‘বউ বানাবো তোকে’ নামে একটি ছবিরও কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ছবিতে তার নায়ক হিসেবে অভিনয় করেছেন শ্রাবণ খান।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর