September 21, 2023, 8:59 pm

সংবাদ শিরোনাম
রংপুরে গাছের ডাল ভেঙে পড়ে মেয়েসহ স্কুল শিক্ষিকার মৃত্যু রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিমাগার মালিক ব্যবসায়ী প্রতিনিধির মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে ক্লাব ফুট বা মুগুর পা চিকিৎসা সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে যুবলীগ নেতার গন সংযোগ ও লিফলেট বিতরণ ভোলায় ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ আটক ০১ মহেশপুর দত্তনগর কৃষি খামারের ৮ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা ভূমি কর্মকর্তার বদলিত শুনে ‘সরকারি জাযগা দখল করে মার্কেট চালু। প্রাথমিক শিক্ষা পদকে রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নিবার্হী অফিসার নাহিদ তামান্না জগন্নাথপুরে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে পোনামাছ অবমুক্ত সিন্ডিকেট ভাঙতে না পারলে ডিমের মতো আলুও আমদানি করা হবে

এবার গাড়ি পাচ্ছেন মিম

এবার গাড়ি পাচ্ছেন মিম

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিদ্যা সিনহা মিম সবসময়ই জন্মদিনে বাবা-মায়ের কাছ থেকে মূল্যবান উপহার পেয়ে আসছেন। তবে এবারের পুরস্কারটি যেন এ যাবৎকালের শ্রেষ্ঠ উপহারই হতে যাচ্ছে তার জন্য। আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এবারের জন্মদিনে তিনি তার বাবা এবং মায়ের কাছ থেকে একটি গাড়ি উপহার হিসেবে পেতে যাচ্ছেন। একমাস ধরে বিভিন্ন শো-রুমে ঘুরে মনের মতো গাড়ি পছন্দ হচ্ছিল না মিমের। অবশেষে গত বুধবার একটি হ্যারিয়ার গাড়ি পছন্দ হয়েছে।

সেই গাড়িটিই তার বাবা-মা তাকে জন্মদিনের উপহার হিসেবে কিনে দিচ্ছেন এবার। আজ সকালে বাবা-মাকে সঙ্গে নিয়ে গাড়িটি মিম নিজের বাসায় নিয়ে আসবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে, এমন বাবা-মায়ের ঘরে সৃষ্টিকর্তা আমার জন্ম দিয়েছেন। তারা আমাকে খুশি করতে আমার জন্মদিনে এমন একটি গাড়ি উপহার হিসেবে দিচ্ছেন। আমি যে কত খুশি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। মিমের মা ছবি সাহা বলেন, অনেকদিনের ইচ্ছে ছিল মিমকে একটি গাড়ি উপহার দেয়ার। এই নিয়ে মনে মনে আমি এবং মিমের বাবা ভীষণ চাপে ছিলাম। কিন্তু অবশেষে মিমের গাড়িটি পছন্দ হওয়ায় এবং শেষতক তাকে সেটি কিনে দিতে পারছি বলে চাপ মাথা থেকে নামলো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমার মেয়ে যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে জন্মদিন উপলক্ষে মিম গতকাল দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আজ সকাল ১০টা ৪০ মিনিটে আরটিভির ‘তারকালাপ’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আগামি ১৩ই নভেম্বর উত্তম আকাশের ‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের গানের শুটিং-এ তার ব্যাংকক যাওয়ার কথা।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর