September 28, 2023, 2:50 pm

সংবাদ শিরোনাম
করতোয়া নদীর বাধের কারণে বন্যায় নষ্টের মুখে হাজার হেক্টর জমির ফসল দিশেহারা কৃষক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন

একেবারে বেপরোয়া হয়ে ওঠলেন সোফিয়া

একেবারে বেপরোয়া হয়ে ওঠলেন সোফিয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গত বছর কত রঙ্গই না দেখিয়েছেন মডেল-অভিনেত্রী সোফিয়া। কখনও সন্ন্যাস নিচ্ছেন, কখনও স্বঘোষিত মাতা অর্থাৎ ‘মাদার’ হয়ে উঠছেন, কখনও আবার যোগের পথ ছেড়ে ভোগের পথে পা বাড়িয়ে করেছেন বিয়ে। একই অঙ্গে কত লীলাই দেখাচ্ছেন তিনি। শুধু কি তাই? বিয়ের পরের পাঠটিও নিজের অনুরাগীদের শেখানোর উদ্যোগ নিয়েছিলেন সোফিয়া। প্রকাশ্যে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেও দ্বিধা করেননি। যার টুকরো ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

নতুন বছরেও তার শরীর প্রদর্শনের রেওয়াজ অব্যাহত। এবার একেবারে বেপরোয়া হয়ে ওঠলেন তিনি। নতুন বছরের শুরুতেই স্বামীর সঙ্গে স্নানের ছবি পোস্ট করেছেন সোফিয়া। আর মজার বিষয় হল নগ্ন মডেলের মুখে শোনা গেল ‘মাদার’ অবতারের বাণী। সকলেই ঈশ্বরের সন্তান। ঈশ্বরকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। তাই ভালবেসে করলে কোনও কাজই খারাপ নয়। ইনস্টাগ্রাম পোস্টে অনুগামীদের এমনই বার্তা দিলেন তিনি। ছবি ও ক্যাপশন দেখলে সব গুলিয়ে যেতে পারে। সন্ন্যাসীর বেশ ত্যাগ করে এখন বিকিনিতে নেটদুনিয়া কাঁপাচ্ছেন সোফিয়া। বিয়ে, বিয়ের পর বিছানায় উষ্ণতা ছড়ানো, সবই তো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। তাহলে আর মধুচন্দ্রিমাই বা বাদ যায় কী করে! তাই স্বামী ভøাদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থার ছবি পোস্ট করেছেন। সম্প্রতি সমুদ্র সৈকতে টপলেস সোফিয়ারও দেখা মিলেছে। এবার অনুগামীদের নতুন বছরের শুভেচ্ছাও জানালেন নিজের ভঙ্গিতেই। সন্ন্যাসী সোফিয়া তীর্থক্ষেত্র ছেড়ে এখন স্বামীর সঙ্গে মিশরে হানিমুনে। বেশ মজা করেই যে দিনগুলি কাটাচ্ছেন, তা তাঁর ছবি ও ভিডিওগুলিতেই স্পষ্ট। স্বামীর বুকে ভর দিয়েই অনুগামীদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন মডেল।

 

 

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর