December 10, 2023, 11:23 am

সংবাদ শিরোনাম
রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হলো রংপুরে মডেল মাল্টিপারপাস সমিতির সভাপতির পকেটে হতদরিদ্রদের সঞ্চয়ের টাকা ৮ কোটি, প্রাপ্তির আশায় গুড়ে বালি র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার গ্রেপ্তার ০১ জন ব্যাটারী চালিত ইজিবাইক মহানগর কমিটি অনুমোদন শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির দায়ে ১৯ জনকে গ্রেফতার ঘূর্ণিঝড় মিগজাউমে ১৭ জনের প্রাণহানি এক টুকরো কাপড় ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক প্রশাসনের নাকের ডগায় চলছে কারিমার মাদক সাম্রাজ্য, দেখার মতো কেউ নেই উজিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ উখিয়া রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন

একদিনের ব্যবধানে বেনাপোল চেকপোষ্টে আবারো ৭ টি বিদেশী স্বর্নের বার সহ আটক ২

একদিনের ব্যবধানে বেনাপোল চেকপোষ্টে আবারো ৭ টি বিদেশী স্বর্নের বার সহ আটক ২

বেনাপোল থেকে এনামুল হক


একদিনের ব্যবধানে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস গেটের ভিতর থেকে ভারতে পাচারের সময় শুক্রবার (৬ই অক্টোবর) সকাল সাড়ে ৮ টার সময় বাংলাদেশী পাসেপোটর্ যাত্রী মিজানুর রহমান (৪২)ও মাহবুববুল আলম (৪১) নামে দুইজন পাসপোর্ট যাত্রীকে ৩৫ লাখ টাকার ৭ টি স্বর্নের বার (৭ শত ২৬ গ্রাম) সহ আটক করেছে শুল্ক গোয়েন্দারা । আটককৃত স্বর্নপাচারকারী মিজানুর রহমান মুন্সিগঞ্জ জেলার বর্নিয়ান আশুলিয়ার চর গ্রামের আ: মান্নান মিয়ার ছেলে ও  মাহবুব আলম কুমিল্লার চান্দিনা থানার আ: মান্নানের ছেলে তাদের পাসপোর্ট নং  যথাক্রমে বিএম ০৯০০২৬৯ ও বিএম ০৩৩০৩৫৪।
শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার মোহাম্মাদ আব্দুস  সাদিক  জানান, গোপন সুত্রে খবর পেয়ে তিনি সিপাই ইন্সপেক্টর কবির হোসেন সিপাই জাহাঙ্গীর ইমাম হোসেন ও সহযোগি অফিসারদের নিয়ে বেনাপোল চেকপেস্ট কাস্টমসে উৎ পেতে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে স্যান্ডেল ও প্যান্টের ভিতর লুকানো থাকা ৭ পিছ বিদেশী স্বর্নের বার উদ্ধার করা হয়। যার আনুমাকি বাজার মুল্য ৩৫ লাখ টাকা বলে তিনি জানান। উদ্ধারকৃত স্বর্ন বেনাপোল শুল্ক গুদামে জমা করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য গত বৃহস্পতিবার(০৫ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা সাড়ে ৮শ  গ্রাম ওজনের ৮ টি স্বর্নের বারসহ জনি মোল্লা(২৮) সুজন মিয়া(৩০) নামে ২জন পাসপোর্ট যাত্রীকে আটক করে। তারা মাদারীপুর ও শরিয়তপুরের জেলার বাসিন্দা।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর