September 28, 2023, 2:37 pm

সংবাদ শিরোনাম
করতোয়া নদীর বাধের কারণে বন্যায় নষ্টের মুখে হাজার হেক্টর জমির ফসল দিশেহারা কৃষক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন

উ.কোরিয়ার সাথে উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তাব দ.কোরিয়ার

উ.কোরিয়ার সাথে উচ্চ পর্যায়ের আলোচনার প্রস্তাব দ.কোরিয়ার

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়া সোমবার পিয়ংইয়ংয়ের সাথে আগামি ৯ জানুয়ারি উচ্চ পর্যায়ের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সিউলের সাথে সম্পর্কোন্নয়ন এবং শীতকালীন অলিম্পিকে গেমসে তার দেশ অংশ নিতে পারে এ আভাস দেয়ার পর দক্ষিণ কোরিয়া মঙ্গলবার এ আলোচনার প্রস্তাব দেয়। খবর এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী চো মিউং-গিওন বলেন, ‘যে কোন সময় যে কোন স্থানে উত্তর কোরিয়ার সাথে আলোচনা অনুষ্ঠানে আমাদের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করছি।’ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আমরা আশা করছি দক্ষিণ ও উত্তর কোরিয়া সরাসরি আলোচনায় বসে পিয়ংচাং গেমসে উত্তর কোরিয়ার প্রতিনিধির অংশ নেয়ার ব্যাপারে আলোচনা করতে পারে। এ ছাড়া তারা আন্ত:কোরীয় সম্পর্কোন্নয়নে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে পারে।’

উল্লেখ্য, ২০১৫ সালে সর্বশেষ দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর