-
- আঞ্চলিক সংবাদ
- উলিপুরে ছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা
- আপডেট সময় December, 6, 2022, 6:21 pm
- 21 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ছেলের সাথে অভিমান করে প্রমিলা রাণী(৪৫) নামে এক মহিলা আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই পুটিয়ার পাড় গ্রামে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় গোড়াই পুটিয়ার পাড় গ্রামের বাবলু চন্দ্রের স্ত্রী প্রমিলা রাণী পারিবারিক বিষয়ে ছেলের সাথে অভিমান করে নিজ ঘরের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর