December 10, 2023, 11:36 am

সংবাদ শিরোনাম
রংপুরের পায়রাবন্দে রোকেয়ার জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হলো রংপুরে মডেল মাল্টিপারপাস সমিতির সভাপতির পকেটে হতদরিদ্রদের সঞ্চয়ের টাকা ৮ কোটি, প্রাপ্তির আশায় গুড়ে বালি র‍্যাবের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী হতে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার গ্রেপ্তার ০১ জন ব্যাটারী চালিত ইজিবাইক মহানগর কমিটি অনুমোদন শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতির দায়ে ১৯ জনকে গ্রেফতার ঘূর্ণিঝড় মিগজাউমে ১৭ জনের প্রাণহানি এক টুকরো কাপড় ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক প্রশাসনের নাকের ডগায় চলছে কারিমার মাদক সাম্রাজ্য, দেখার মতো কেউ নেই উজিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ উখিয়া রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন

ইয়াসিরের সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দলের জয়

ইয়াসিরের সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দলের জয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরি করলেন ইয়াসারি আলি চৌধুরী। আগের ম্যাচগুলোর মতো এদিনও দুর্দান্ত বোলারদের পারফরম্যান্স। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতল বাংলাদেশ ‘এ’ দল।

কক্সবাজারে একদিনের ম্যাচের সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ‘এ’ দলকে ৭৬ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ।’ ৫ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ৪-০তে। প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

ইয়াসিরের সেঞ্চুরিতে শেষ ম্যাচে বৃহস্পতিবার ২৮৬ রান তুলেছিল বাংলাদেশ। আইরিশরা গুটিয়ে যায় ২১০ রানে।

সিরিজের প্রথমবার এদিন আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। জাতীয় দলে ফেরার আশায় থাকা এনামুল হক ব্যর্থ টানা তৃতীয় ম্যাচে। উইকেটকিপার ব্যাটসম্যান ফিরে যান ১৩ রানে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সম্ভাবনাময় ইনিংসটি শেষ হয় ২৬ রানে। এরপরই ম্যাচের সেরা জুটি গড়ে তোলেন সাদমান ইসলাম ও ইয়াসির।

তৃতীয় উইকেটে ১৩৯ বলে ১৩২ রানের জুটি গড়েন দুজন। সাদমানের আগেই হাফ সেঞ্চুরি করে ফেলেন ইয়াসির, মাত্র ৪৭ বলে।

বাঁহাতি সাদমান খেলেছেন নিজের মতোই ধীরে-সুস্থে। ৮৬ বলে ছুঁয়েছেন পঞ্চাশ। আউট হয়েছেন ১০৩ বলে ৬৮ রান করে।

আগের ম্যাচের নায়ক আল আমিন এদিন ফেরেন ২০ রান করে। বাংলাদেশের ইনিংস গতি পায় পঞ্চম উইকেট জুটিতে। ইয়াসির ও তানবীর হায়দার ২৩ বলে গড়েন ৪৬ রানের জুটি। দুই ছক্কায় ১৬ বলে ২৬ করে আউট হন তানবীর।

দলকে ভালো সংগ্রহ এনে দিয়ে ইয়াসির অপরাজিত থাকেন ১০১ বলে ১০২ রান করে। ৮টি চারের সঙ্গে ছক্কা মেরেছেন ৫টি। চট্টগ্রামের ২১ বছর বয়সী ব্যাটসম্যানের এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।

রান তাড়ায় ৩৪ রানে দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। যার মধ্যে ছিল অধিনায়ক ও সেরা ব্যাটসম্যান অ্যান্ড্রু বালবার্নিও।

তৃতীয় উইকেটে জাঁক টেক্টর ও জন অ্যান্ডারসনের জুটিতে লড়াইয়ে ফেরে আইরিশরা। ৯৭ বলে দুজন যোগ করেন ৮৩ রান।

৪৫ রান করা অ্যান্ডারসনকে ফিরিয়ে জুটি ভাঙেন ইমরান আলি এনাম। এরপর আইরিশদের পরাজয়ের দিকে ঠেলে দেন আবু হায়দার রনি। ৬৬ রান করা ওপেনার জ্যাক টেক্টরকে ফেরানোর পর একই স্পেলে নেন আরও দুটি উইকেট।

আইরিশদের পরাজয় নিশ্চিত হয়ে যায় তখনই। লোয়ার অর্ডার কেবল কিছুটা কমিয়েছে ব্যবধান।

দারুণ সেঞ্চুরিতে ম্যাচের সেরা ইয়াসির। ৫০.৫০ গড়ে ১০১ রান ও মোট ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা লেগ স্পিনিং অলরাউন্ডার তানবীর হায়দার।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৮৬/৬ (এনামুল ১৩, সাদমান ৬৮, শান্ত ২৬, ইয়াসির ১০২*, আল আমিন ২০, তানবীর ২৬, জাকির ১৩,  সানজামুল ০*; ম্যাককার্থি ২/৪৫, স্মিথ ০/৩২, সিমি ১/৫২, গেটকেক ২/৬৩, মাল্ডার ০/৩৮, ডকরেল ১/৪৫)।

আয়ারল্যান্ড ‘এ’: ৪৩.৪ ওভারে ২১০ (টেক্টর ৬৬, টেরি ৩, বালবার্নি ৪, অ্যান্ডারসন ৪৫, সিমি ৫, টাকার ১১, গেটকেক ১৮, ডকরেল ৪, ম্যাককার্থি ২৭, মাল্ডার ১৩*, স্মিথ ৩; আবু হায়দার ৩/৩৮, এনাম ২/৪৬, মেহেদি ১/৩৬, সানজামুল ২/২৮, তানবীর ১/৪৬, আল আমিন ০/১২)।

ফল: বাংলাদেশ ‘এ’ ৭৬ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ‘এ’ ৪-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ইয়াসির আলি চৌধুরী

ম্যান অব দা সিরিজ: তানবীর হায়দার

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর