ইবিতে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ইমানুল সোহান- ইবি প্রতিনিধি-
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালী করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় ট্যান্ট হতে মিছিলটি বের করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলীয় ট্যান্ট হতে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় ট্যান্ট এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় ট্যান্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটে তারা। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম জোহা, শাহানুর আলম কেরামত, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান ও জিল্লুর রহমান প্রমুখ।
মিছিলে সালাউদ্দিন আহম্মেদ সজল, আলমগীর হোসেন আলো, শাহানুর আলম শাহীন, আবু হেনা মোস্তফা কামাল, রিজভী আহম্মেদ পাপন, শামীম, মনজুর হাসান, সোহাগ, মাইদুলসহ পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।