September 28, 2023, 1:29 pm

সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ রংপুর মিঠাপুকুরে ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২

আসামিরা জামিনে এসে মামলা প্রত্যাহারে হুমকি দিচ্ছে

আসামিরা জামিনে এসে মামলা প্রত্যাহারে হুমকি দিচ্ছে

পাইকগাছায় শিশু আশরাফুল ও রানা হত্যা মামলার দু’বছরেও চার্জ গঠন হয়নি ॥ পরিবারে ক্ষোভ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

দু’বছরেও চার্জ গঠন হয়নি সিআইডিতে তদন্তাধীন পাইকগাছার চাঞ্চল্যকর শিশু আশরাফুল ও রানা হত্যা মামলার। চার্জ গঠনে বিলম্ব হওয়ায় রীতিমত ক্ষোভ প্রকাশ করে মামলার বাদী ও নিহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আসামিরা জামিনে বেরিয়ে এসে মামলা প্রত্যাহারে নানাবিধ হুমকি দিয়ে যাচ্ছে। তবে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলা দুটির একটির চার্জ গঠন করা হয়েছে, অন্যটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ নভেম্বর উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রামের আহাদুল শিকারীর ৩ বছরের শিশু পুত্র আশরাফুল ইসলাম শিকারীর মৃতদেহ উদ্ধার হয় প্রতিবেশী হাফিজুল শিকারীর রান্না ঘরের মিটসেফের তাকের মধ্যে থেকে। এ ঘটনায় নিহতের পিতা আহাদুল শিকারী বাদী হয়ে হাফিজুর ও তার স্ত্রী রহিমা, পিতা জালাল ও মাতা হাফিজাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। যার নং- ২৬, তাং ২৮/১১/১৫ ইং। এ মামলায় থানা পুলিশ ৪ আসামিকে আটক করে জেল হাজতে পাঠায়।

এর আগে ১৫ নভেম্বর আসামিদের পুকুর থেকে একই এলাকার শফি হাওলাদারের ৬ বছরের ছেলে রানার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর মা নাছিমা বেগম বাদী হয়ে একই আসামীদের বিরুদ্ধে থানায় আরেকটি হত্যা মামলা করেন। যার নং- ১, তাং- ১/১২/২০১৫ ইং। মামলা দুটি প্রথমত থানা পুলিশে তদন্তাধীন ছিল কিন্তু লোমহর্ষক ও স্পর্শকাতর ঘটনা দুটিতে সংশ্লিষ্ট পরিবারের পাশাপাশি গোটা এলাকাবাসী জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন সংগ্রাম শুরু করে। এর কিছু দিনের মধ্যে অধিকতর তদন্তের স্বার্থে মামলা দুটি সিআইডিতে হস্তান্তর হয়। সিআইডি’র অধীনে শিশু আশরাফুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন এসআই আবু হেনা ও শিশু রানা হত্যা মামলার তদন্তে রয়েছেন এসআই এসএম ফিরোজ আহম্মেদ। এদিকে ঘটনার প্রায় দু’বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলা দু’টির চার্জ গঠন না হওয়ায় রীতিমত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আশরাফুলের পিতা আহাদুল শিকারী বলেন, আসামিরা জামিনে বাইরে এসে মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। তবে এমন অভিযোগ অস্বীকার করে সিআইডি’র তদন্ত কর্মকর্তা এসএম ফিরোজ আহম্মেদ জানান, সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে চার্জ গঠনে বিলম্ব হয়েছে মাত্র। তবে ইতোমধ্যে শিশু আশরাফুল হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে অন্যদিকে রানা হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে এ মামলার চার্জ গঠন করা সম্ভব হবে বলে মনে করেন, সিআইডি’র এ কর্মকর্তা।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর