আশুলিয়ায় দশ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকার আশুলিয়ায় দশ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সুমাইয়া আক্তার জামালপুরের মাদারপুরের কান্দনগাড়ি গ্রামের সুলতান মিয়ার মেয়ে। আশুলিয়ার পলাশবাড়ি এলাকার জুয়েল মডেল স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া পলাশবাড়ির মোখলেছ মিয়ার ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই নাহিদ হাসান জানান। স্থানীয়দের দেওয়া খবরে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে অবস্থায় শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এসআই নাহিদ আরও বলেন, শিশুটির পরিবার আশুলিয়ার পলাশবাড়িতে মোখলেছ মিয়ার বাসায় ভাড়ায় থাকেন। তার বাবা-মা ও বড় বোন স্থানীয় পোশাক একটি কারখানায় কাজ করেন।