মোঃ সবুজ আল-আমিন
ক্রাইম রিপোর্টার।
“আর্ন এন্ড লিভ” সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে গরীব,অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে সাহ্যয্যের হাত বাড়িয়ে দিয়েছে। ঢাকা জেলার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নে শনিবার (১৪ই জানুয়ারী) দুপুর এক (১) টায় একই পরিবারের প্রতিবন্ধী দুই ভাই বোনকে (সুমন ও শামীমা) একটি দোকান ঘর উপহারসরুপ প্রদান করা হয়। হাজী হাবিব আলী, মায়ারুন্নেছা ও ফরিদা ইয়াসমিন জেসি সার্বিক সহযোগিতায় এ দোকানঘরটি প্রদান করা হয়।
প্রতিবন্ধী সুমন ও শামীমার পিতা একজন ক্ষুদ্র চাউল ব্যাবসায়ী হওয়ায় পাঁচ (৫) জনের সংসারে অভাব অনাটন লেগেই থাকতো।
তারিকুল ইসলাম জয়ের তাত্ববধানে প্রধান অতিথি
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর উপস্থিতিতে দোকান ঘরটি হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি বলেন, শামিমা একজন প্রতিবন্দী এবং মেধাবী শিক্ষার্থী, আর্থিক সচ্ছলতার জন্য দোকান ঘরটি তার খুবই প্রয়োজন ছিলো যা একটি সংগঠন করে দিয়েছে। উক্ত দোকানের জন্য একটি ফ্রিজের দরকার, আমি খুব দ্রুত একটি ফ্রিজের ব্যাবস্থা করে দিবো।
প্রতিবন্দী শামীমা বলেন, আমরা দুই ভাই বোনই প্রতিবন্দী। দরিদ্র হওয়ায় আমার লেখাপড়ার খরচ চালাতে খুবই কষ্ট হতো, একটি দোকান ঘর উপহার পাওয়ায় সংসারের আর্থিক সচ্ছলতার পাশাপাশি লেখাপড়া করতে পারবো বলে আমি খুবই আনন্দিত।
তারিকুল ইসলাম জয় বলেন, আমি এবং আমার টিম দোকান ঘরটির কাজ করে অনেক ভালো লাগছে এবং আমরা খুবই আনন্দিত। সেই সাথে “Earn N Live” এর কর্ণধার ফরিদা ইয়াসমিন জেসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সংঘটনটি যাতে সব সময় গরীব,অসহায় ও প্রতিবন্ধীদের পাশে এসে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পাড়ে।