September 23, 2023, 2:57 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আরসার যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা, শান্তির ডাকে সাড়া দিতে প্রস্তুত

আরসার যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা, শান্তির ডাকে সাড়া দিতে প্রস্তুত

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

একমাসের যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছে মায়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীনতাকামী রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)। একইসঙ্গে মায়ানমার সরকারের যে কোন শান্তি উদ্যোগে সাড়া দিতে প্রস্তুত বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত মাসে রাখাইন রাজ্যে নিরাপদে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য সংগঠনটির পক্ষ থেকে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ৯ অক্টোবর মধ্যরাতে শেষ হয়। তবে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। তবে তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যাচার ও নিপীড়ন বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সরকার যে কোনো পর্যায়ে শান্তি চাইলে, আরসা সেই প্রচেষ্টা ও উদ্যোগকে স্বাগত জানাবে। গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে বেশ কয়েকটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়েছিলো আরাকান আর্মি। এরপরই রোহিঙ্গাদের উপর নিধনযজ্ঞ চালানো শুরু করে মিয়ানমারের সামরিক বাহিনী। তারা এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যায়িত করতে চায়।

তবে বারবারই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আরসা। তার শুধুমাত্র রোহিঙ্গাদের মুক্তি ও স্বাধীনতার পক্ষে লড়াই করে জানিয়ে ত্রাণ সুবিধার জন্য একমাসে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। সাম্প্রতিক এই বিবৃতির ব্যাপারে মিয়ানমার সরকারের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।  এর আগে গত ১০ সেপ্টেম্বর আরসা এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করার পর সরকারের একজন মুখপাত্র বলেছিলেন, সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার কোনো নীতি আমাদের নেই।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর