September 27, 2023, 8:11 pm

সংবাদ শিরোনাম
প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মালিক ও শ্রমিকদের একাধিক সংগঠনের সকল কর্মসূচি স্থগিত দাফনের দুদিন পর বাবা ও মাকে ফোন করে হাসি বললেন বেঁচে আছি রংপুর বাসি সহ সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাটি মামুন রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত এক যুগ পর চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সঙ্কটের কথা তুললেন বিজিবি প্রধান

আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সঙ্কটের কথা তুললেন বিজিবি প্রধান

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 রোহিঙ্গা সঙ্কট অবসানে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক অঙ্গনে যে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সরকার, তাতে যুক্ত হলেন সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির প্রধান মেজর জেনারেল আবুল হোসেনও সৌদি আরবের জেদ্দায় সীমান্ত নিরাপত্তা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি তুলে ধরেন বলে গত বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেনা বাহিনীর কর্মকর্তা আবুল হোসেন বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন নিপীড়নের কারণেই রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে মিয়ানমারের রাখাইনে গত অগাস্টের শেষে সেনা অভিযান শুরুর পর লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এই শরণার্থীরা সেনা অভিযানে হত্যা, ধর্ষণ, বাড়ি ¦ালিয়ে দেওয়ার খবর জানিয়েছেন রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিশ্বজুড়ে যেমন মিয়ানমারের সমালোচনা চলছে, তেমনি নির্যাতিতদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করা হচ্ছে বিজিবি প্রধান বলেন, বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের সামনে উদারতা মানবিকতার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের সীমান্ত রক্ষী বাহিনীর আয়োজনে গত ১৫ অক্টোবর শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত জেদ্দায় এই সম্মেলন চলে সম্মেলনে বুধবার মেজর জেনারেল আবুল হোসেনদেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক সহায়তায় সীমান্ত নিরাপত্তা বিষয়ক বর্তমান, অতীত এবং ভবিষ্যত শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজিবি মহাপরিচালক বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার অতীত বর্তমান, সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার সুফল এবং বাংলাদেশ সীমান্তের অধিকতর নিরাপত্তায় তার অভিজ্ঞতা মতামত তুলে ধরেন সম্মেলনে ১৭টি দেশের স্থল সমুদ্র সীমান্ত নিরাপত্তা বিষয়ে ৪৫ জন বিশেষজ্ঞ বক্তব্য রাখেন

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর