September 23, 2023, 4:35 am

সংবাদ শিরোনাম
হিলিতে কমলো পেঁয়াজের ঝাঁজ সান্তাহারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ,আহত ১০ ৯৯৯-এ কল পেয়ে সমুদ্র থেকে ২৯ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড পটুয়াখালীতে ভাতিজার রগ কর্তনের ঘটনায় তিন আসামী গ্রেফতার বিদ্যুৎ বিভাগের অনিয়মের ফাঁদে   ফুলবাড়ীর বিদ্যুৎ  গ্রাহক  রংপুরে গাছের ডাল মাথায় পড়ে মা-মেয়ে নিহত গোপালগঞ্জের মুকসুদপুর আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক দূনীর্তির অভিযোগ পাওয়া গেছে মির্জাগঞ্জে কাঁচা রাস্তায় চার গ্রামের মানুষের চরম দুর্ভোগ, পাকা করার দাবী ১৭ দিন পর তিস্তায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্রে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান, ও:ইন্ডিজ

আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্রে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান, ও:ইন্ডিজ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আগামি বছরের মার্চ মাসে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে পূর্ণ শক্তির দল পাঠাতে রাজি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে শেঠি জানান আগামি পাঁচ বছরের মধ্যে প্রতিবছরই পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রে একটি টি-২০ সিরিজ খেলতে চুক্তি স্বাক্ষর করেছে উভয় দেশের বোর্ড।

জিও টিভিকে শেঠি বলেন, ‘দুই দেশের বোর্ডের মধ্যে আগামি বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী দুই দল প্রতি বছর একটি করে টি-২০ সিরিজ খেলবে। সিরিজটি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য সিরিজ তারিখ ও ভেন্যুর উপড় নির্ভর করবে।’

তিনি আরো বলেন, ‘আগামী ২৯, ৩১ মার্চ এবং ১ এপ্রিল অনুষ্ঠিতব্য তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য পূর্ণ শক্তির দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।’

নিরাপত্তার বিষয়টি উল্লেখ না করে শেঠি বলেন লাহোরের আবহাওয়ার কারণে এ মাসের শেষ দিকের প্রস্তাবিত টি-২০ সিরিজটি স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ‘আগামী মাচে প্রথম সিরিজটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। এরপর আমেরিকায় সিরিজ খেলবে পাকিস্তান এবং এটা পাঁচ বছর চলবে। আরো একটি দল নিয়ে আমেরিকা লেগের সিরিজটি ত্রিদেশীয় হবে বলেও জানান শেঠি।’ বাসস।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর