December 11, 2023, 9:24 pm

সংবাদ শিরোনাম
শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা

অপেক্ষার শেষ প্রহরে নাদিয়া

অপেক্ষার শেষ প্রহরে নাদিয়া

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

স্বামীর অপেক্ষায় দিন পার করছেন তিনি। বিয়ের পরেই লন্ডনে চলে যায় নাদিয়ার স্বামী। আর ফিরে আসে না সে। স্বামীকে প্রতারক ভেবে মনোকষ্টে দিন কাটতে থাকে নাদিয়ার। নাদিয়ার এমন দুঃসময়ে একদিন হঠাৎ বাড়িতে এসে হাজির হয় সজল।

নাদিয়ার স্বামীর বন্ধু সজল। সে লন্ডনে তার সঙ্গে থাকতো। সে নাদিয়াকে বলে, তার স্বামী লন্ডনে আরেকটি বিয়ে করেছে। এদিকে নাদিয়ার মন ভালো করার জন্য সজল ভালোবেসে কাছে টানার চেষ্টাও করে। একসময় নাদিয়াও রাজি হয়ে যায়। তাদের বিয়ে ঠিক হয়। একদিন সজল সত্য কথাটা খুলে বলেন নাদিয়াকে। কী সেই সত্য কথা। এটি দেখা যাবে সজল ও নাদিয়া অভিনীত ‘অপেক্ষার শেষ প্রহর’ শিরোনামের নাটকটিতে। সাইয়েদ ইকবাল রচিত নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। সমপ্রতি উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। নাটকটিতে আরো অভিনয় করেছেন রুনা খান ও পীরজাদা। শিগগিরই কোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি। নাটকটি প্রসঙ্গে নাদিয়া বলেন, রহস্যজনক একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আগ্রহ থাকবে। আমার এবং সজলের রসায়নও দর্শক বেশ উপভোগ করবে বলে আশা করছি। খ- নাটকের বাইরে নাদিয়া অভিনীত কয়েকটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। উল্ল্যেখযোগ্য ধারাবাহিকগুলো হলো সাজ্জাদ সুমনের ‘ছলে বলে কৌশলে’ অরণ্য ইমনের ‘ফ্যামিলি ফ্যান্টাসি’ কচি খন্দকারের ‘সিনেমা হল’ ও জাহিদ হাসানের ‘সেন্টিমেন্টাল সেলিম’। নাটক ও টেলিছবির বাইরে শর্ট ফিল্মেও নাদিয়ার দারুণ চাহিদা রয়েছে। আগামি মাসে জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিমের সঙ্গে একটি শর্ট ফিল্মে কাজ করবেন তিনি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর