September 26, 2023, 2:30 am

সংবাদ শিরোনাম
আষাড় মাসের বৃষ্টি আশ্বিন মাসে অসময়ে বর্ষণে তলিয়ে গেছে রংপুরের নিম্ন অঞ্চল রংপুরে অনুষ্ঠিত হলো ‘বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশী পণ্য প্রদর্শনী মেলা’ যাত্রীবাহী বাস তল্লাসি করে  বিদেশি মদ উদ্ধার, আটক ১ জন মৌলভীবাজারে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ কুড়িগ্রামে দুদিন ধরে বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত এক যুগ পর চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুয়াকাটায় ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন পার্বতীপুরে ‘হুগলীপাড়া আর্দশ যুব সংঘে’র ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত  পানছড়িতে ভারতীয় পণ্য ও গাঁজাসহ চোরাচালান চক্রের ২ সদস্য আটক

অপেক্ষার অবসান পূর্ণিমার

অপেক্ষার অবসান পূর্ণিমার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ভালো গল্প ও চরিত্রের জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এজন্য তিনি মাঝে অনেক ছবির প্রস্তাব পেলেও সেসবে সাড়া দেননি। কারণ মনপছন্দ একটি গল্পের জন্য অপেক্ষা ছিল তার। এবার অবসান হয়েছে সে অপেক্ষার। অবশেষে হাতে পেয়েছেন সেই ধরনের একটি পছন্দের গল্প। ছবির নাম ‘ভবঘুরে’।

ছবিটি পরিচালনা করবেন স্বপন আহমেদ। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এ ছবির চিত্রায়ণ শুরু হবে। এরইমধ্যে ছবির বিষয়ে পরিচালকের সঙ্গে কথা হয়েছে পূর্ণিমার। এ প্রসঙ্গে তিনি বলেন, এর আগে আমার অভিনীত ‘মনের মাঝে তুমি’ ছবির পুরো চিত্রায়ণ দেশের বাইরে হয়েছে। এবারের ছবির গল্পটি ইউরোপের। আমার নতুন ছবির নাম ‘ভবঘুরে’। ইউরোপের শহর ফ্রান্সে বেড়ে ওঠা একটি মেয়ের চরিত্রে অভিনয় করবো। অনেক সুন্দর একটি কাহিনী। গল্পটি নিয়ে পরিচালক এরইমধ্যে কথা বলেছেন। ছবির কাহিনীটা আমার পছন্দ হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহের পর ইউরোপে এ ছবির শুটিং শুরু হবে। সম্প্রতি আমি অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছি। সব ঠিক থাকলে আগামি মাসেই ইউরোপে রওনা করবো। ফ্রান্সের কে কে প্রোডাকশনের পাশাপাশি এ ছবির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। পূর্ণিমার কাছে আবারো জানতে চাওয়া হয়, নতুন এ ছবিতে তার চরিত্রের নাম কি? আর কি ধরনের চরিত্রে এবার বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি? এর জবাবে পূর্ণিমা বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম থাকবে নীরা। কাহিনীতে দেখা যাবে, পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে থাকি আমি। আর আমার বাবা বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। তাই মাকে সঙ্গে নিয়েই দেশের বাইরে চলতে থাকে আমার জীবনযুদ্ধ। এরমধ্যে একটি মিথ্যা মামলায়ও ফেঁসে যাই আমি। এর চেয়ে বেশি কিছু এখন জানাতে চাই না। ফ্রান্স ও সুইজারল্যান্ডে এ ছবির চিত্রায়ণ হওয়ার কথা রয়েছে। আশা করি, ছবিটি ভালো হবে। এখন শুধু ভিসার জন্য অপেক্ষা করছি। উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে দিলারা হানিফ রীতা ওরফে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত তার অভিনীত ১০০ এর মতো ছবি মুক্তি পেয়েছে। অনেক জনপ্রিয় তারকার বিপরীতে সফলভাবে কাজ করেছেন তিনি। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন চলচ্চিত্রের দর্শকপ্রিয় এই অভিনেত্রী। সবশেষ গত মাসে ইফতেখার আহমেদ ফাহমীর ‘টু বি কন্টিনিউড’ ছবিটি মুক্তি পায় তার। এখানে গায়ক ও অভিনেতা তাহসানের বিপরীতে অভিনয় করেন তিনি। মাঝে বিজ্ঞাপন ও টিভি নাটকে নিয়মিত কাজ করতে দেখা গেছে পূর্ণিমাকে। এদিকে নতুন একটি ভিন্ন ধরনের অনুষ্ঠানেও সামনে দর্শক তাকে দেখতে পাবেন। ‘সেরা রাঁধুনি ১৪২৪’ নামের রান্নার এই অনুষ্ঠানে তিনি বিচারক হিসেবে অংশ নেবেন। টেলিভিশনে রান্নার অনুষ্ঠান দেখতে দেখতে বিশ্বের কয়েকজন শেফ পূর্ণিমার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। এদের মধ্যে নাইজেলা লসন, ইভান রেমন আর সঞ্জীব কাপুর তার খুব প্রিয় শেফ। তাদের কারও রান্নার অনুষ্ঠান দেখে ঘরে বসে সেই রেসিপি তৈরির চেষ্টা করেন এই নায়িকা। পূর্ণিমা বলেন, সঞ্জীব কাপুরের অনেক রেসিপি টেলিভিশনে দেখে বাসায় রান্নার চেষ্টা করি। একেবারে ছোটবেলা থেকে তার রেসিপি দেখি। এ ছাড়া বাংলাদেশের টমি মিয়াও তো খুবই বিখ্যাত। তার রান্নাও দেখি। সিদ্দিকা কবীর আপার রান্নার অনুষ্ঠান আমার খুব পছন্দের ছিল। এর আগে রান্নার অনুষ্ঠানে সেই অর্থে প্রস্তাব আসেনি। এবারের প্রস্তাবটি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। তাই রাজি হয়ে গেলাম।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর