December 11, 2023, 9:22 pm

সংবাদ শিরোনাম
শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে দেউতী বাজারে ভোক্তা অধিকারের অভিজান ও জরিমানা

‘অন্য নায়কের সাথেও কাজ করবো’

‘অন্য নায়কের সাথেও কাজ করবো’
ডিটেকটিভ বিনোদন ডেস্ক

শবনম বুবলি, মাঝে তর্ক-বিতর্কের ঘোলাজলের মধ্যে পড়লেও সবকিছু কাটিয়ে কাজ নিয়েই আছেন। কিছুদিন আগে শাকিবের বিপরীতে ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির কাজ শুরু করেছেন তিনি। পাশাপাশি কাজী হায়াতের একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানেও শাকিব খানের সাথে জুটি হিসেবে দেখা যাবে তাকে।
বিগত ছবিগুলোতে শহর কেন্দ্রিক চরিত্রে দেখা গেলেও এবার তিনি আঞ্চলিক ভাষা নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করছেন। তাই অভিজ্ঞতার জায়গাটা অনেকটাই ভিন্ন। আর এই ভিন্নতা ক্যারিয়ারে ইতিবাচক মোড় মনে করছেন তিনি।
বুবলি বলেন, ‘অভিনয়ের কোনো নির্দিষ্ট গ-ি নেই। চরিত্রের ভিন্নতা ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করে। তাই নোয়াখালির মেয়ের চরিত্রটি আমার কাছে বিশেষ কিছু।’
চলচ্চিত্রে বুবলি নিয়মিত হলেও পত্রিকার পাতায় এখনও ‘শাকিবের বিপরীতে’ কথাটি লিখতে হচ্ছে গণমাধ্যমকে। তাই এই প্রশ্ন অনেকদিন ধরেই বুবলির দিকে ছোঁড়া হচ্ছে যে, শাকিবের গ-ি থেকে তিনি বের হবেন কি-না?
এ প্রসঙ্গে বুবলি বলেন, ‘এর উত্তর আসলে নতুন করে দেওয়া কিছু নেই। কারণ শাকিবের গ-িতে আমি অভিনয় করছি এমনটা নয়। আমি যে ধরনের ছবিতে অভিনয় করতে চাই সেগুলোতে পরিচালক-প্রযোজক আমাদের জুটিকেই প্রাধান্য দিচ্ছেন। অবশ্যই আমি অন্য নায়কের সাথেও কাজ করবো।’

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর