March 28, 2024, 3:01 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

২ কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ দুই কারবারী আটক

আব্দুল্লাহ আল মামুনঃঃ

চলমান মহামারী- করোনাকালে মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় চালিয়ে যাচ্ছে তাদের মাদকের কারবার। এ অবস্থায় থেমে নেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। তাঁরা তাদের নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে এই করোনাকালেও চালাচ্ছে মাদক বিরোধী বিশেষ অভিযান। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১ লা জুন) যাত্রাবাড়ি থানা এলাকা থেকে মো. সোহেল রানা (৩৫) ও মো. হুমায়ুন কবীর (২০) নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
র‌্যাব সূত্র জানায়, ‘মাছ বোঝই একটি মিনি ট্রাকে বিপুল পরিমান অবৈধ হেরোইনসহ কতিপয় মাদক ব্যাবসায়ী রাজশাহী থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ির দিকে আসছে।’ এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযানে নামে। তারা সম্ভাব্য রুট নির্ধারন করে যাত্রাবাড়ি থানাধীন গোলাপবাগ কোয়ালিটি সিএনজি ফিলিং স্টেশন লিমিটেডের সামনে গাড়ী তল্লাশী চেকপোষ্ট বসায়। দুপুর ১২’টার দিকে সন্দেহজনক অবৈধ মাদক বহনকারী মাছ বোঝাই মিনি ট্রাকটি আসতে দেখে ট্রাকের গতিরোধ করে র‌্যাব। এ সময় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ড্রাইভার সোহেল রানা ও হেলপার হুমায়ুন কবীরকে আটক করে র‌্যাব-১০ এর আভিযানিক দল। অটককৃতদের সাথে থাকা অপর দুই মাদক কারবারী পালিয়ে যায়। পরে উক্ত ট্রাকটি তল্লাশীকালে সোহেল রানা ও হুমায়ুন কবীরের দেখানো মতে ড্রাইভার ও হেলপারের সীটের মাঝখানের গোপন জায়গা থেকে একটি কালো রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর রক্ষিত ২১ টি স্বচ্ছ ইনটেক পলিথিনে প্যাক করা অবস্থায় হালকা বাদামী রংয়ের ২ কেজি ২ শত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। এ সময় তাদের দখলে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাক নং- ঢাকা-মেট্রো-ড-১২-৩০৬৩ ও নগদ ২ হাজার ৫ শত টাকাও জব্দ করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব-১০ সূত্র জানায়।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর