March 28, 2024, 8:34 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

সুন্দরগঞ্জে অধ্যক্ষে’র দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃঃ
 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আলহাজ্ব মোঃ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম আজম খাঁ’র বিরুদ্ধে আনীত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
বিভিন্ন সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর জেলা প্রশাসক আব্দুল মতিনের নির্দেশক্রমে সাধারণ শাখার সহকারি কমিশনার শাহীন দেলোয়ার স্বাক্ষরিত নির্দেশ ও অভিযোগপত্র জেলা শিক্ষা অফিসার বরাবরে প্রেরণ করেছেন। উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারি অধ্যাপক আনোয়ার হোসেনসহ ১১ শিক্ষকের স্বাক্ষরিত ৪ পৃষ্ঠার অভিযোগ আনয়ণ করে ভুক্তভোগী অভিযোগকারী শিক্ষকগণ ন্যায় বিচার প্রত্যাশা করেন। তাঁরা অভিযোগে উল্লেখ করেন- সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম আজম খাঁ‘র বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৪ পুলিশ হত্যাসহ ২০১৩ সালের ২৮ ফ্রেব্রুয়ারী ও এর পরবর্তীতে জামায়াত-শিবিরের বিভিন্ন নাশকতার মামলা বিচারাধীন রয়েছে। তিনি ইতোমধ্যে আত্মসাৎকৃত প্রতিষ্ঠান ও ছাত্রাবাসের ৬ লাখ ৬৯ হাজার ৮শ’ ২০ টাকার মধ্যে ৫ লাখ টাকা সংশ্লিষ্ট ব্যাংক হিসাব নম্বরে জরিমানা জমা দিয়েছেন। এদিকে, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ১১ শিক্ষকের স্বাক্ষরীত অভিযোগের প্রেক্ষিতে অবস্থা বেগতিক দেখে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম আজম খাঁ নিজেও একই দপ্তরে পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে মোবাইলফোনে কথা হলে জেলা শিক্ষা অফিসার এনায়েদ হোসেন জানান, এ মাসেই তদন্ত পূর্বক জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন দাখিল করা হবে।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর