March 29, 2024, 6:07 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় দু জন নিহত, আহত – ৫

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দু’জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৫ জন। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে উপজেলার কাচেরকোল ইউনিয়নের ধুলিয়াপাড়া গ্রামে। নিহতরা হলো কলেজছাত্র ধুলিয়া পাড়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে অভি মন্ডল (২৫) ও মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৪০)।স্থানীয়রা জানায়, ধুলিয়াপাড়া গ্রামে সামাজিক আধিপত্ত্য বিস্তার নিয়ে মকবুল মন্ডল ও আব্দুর রশিদ খা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। দীর্ঘ কয়েক বছর গ্রামটিতে সহিংসতা, হাঙ্গামা চলে আসছে। এ নিয়ে মামলা মোকদ্দামা রয়েছে। এরই জের ধরে রশিদ খা  গ্রুপের সমর্থকরা পাশ^বর্তী পাথরবাড়ে গ্রামের লোকজন কে সাথে নিয়ে প্রতিপক্ষ মকবুল হোসেনের সমর্থক লোকমান মন্ডলের বাড়িতে অর্তর্কিত হামলা করে। হামলায় অভি, লাল্টু, অথি, লুকমান,বকুল,লুৎফর ও মন্টু আহত হয়।আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু ও অভিকে মৃত ঘোষনা করেন। এছাড়াও অভির পিতা লোকমান মন্ডল ও মনজের মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন।এঘটনায় পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন পূর্বের একটি মামলার সূত্র ধরে প্রতিপক্ষের হামলায় ২জন খুন হয়েছে। গ্রাম ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ১১ মে ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর