March 28, 2024, 11:18 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

শিবগঞ্জে আবারও করোনায় আক্রান্ত রোগীদের সার্বিক দায়িত্ব নিলেন জিকে ফাউন্ডেশন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় দম্পতিসহ তিন করোনা রোগীর দায়িত্ব নিলেন শিবগঞ্জের মাটি ও মানুষের বন্ধু উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম। শনিবার (১৩ জুন) ২০২০ ইং বিকেলে সৈয়দ পরিবারের গড়া গুলনাহার-কশিমুদ্দিন (জিকে) ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা রোগীদের বাড়িতে ৬০ দিনের খাবারসহ বিভিন্ন ফল, মাছ, মাংস পৌঁছে দেন উপজেলা চেয়ারম্যান।এর আগে বিনোদপুর ও শ্যামপুরে করোনা আক্রান্ত দুই দম্পতির বাড়িতে দু’মাসের খাবারসামগ্রী পাঠান তিনি। সেই খাবারের মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, ১০ পদের ফল, মাছ, মুরগি, ডিমসহ করোনা প্রতিরোধক বিভিন্ন দ্রব্যাদি। এছাড়াও তাদের নগদ অর্থও প্রদান করা হয়। অপরদিকে, এই সব খাবারসামগ্রী পেয়ে সৈয়দ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন করোনা আক্রান্ত দম্পতি ও স্থানীয়রা।এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলাম বলেন, করোনায় আক্রান্তদের পাশে থেকে সাহস জোগানো সমাজের সব মানুষেরই নৈতিক দায়িত্ব। আশা করছি আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এ সময় অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ন-আহব্বায়ক আসিফ আহমেদ সৌরভ, সুইট আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহিল বাকী, পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক আলী রাজসহ অন্যরা।উল্লেখ্য, টানা দুই’মাসের অধিক সময় ধরে দেশে করোনার সুচনা লগ্ন থেকেই উপজেলার কর্মহীন ও নিম্ন আয়ের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন গুলনাহার-কশিমুদ্দিন (জিকে) ফাউন্ডেশন। ইতোমধ্যেই উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৮ হাজারের অধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জিকে ফাউন্ডেশন। আর এর মূল পৃষ্ঠ পোষকতায় রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও মানবতার ফেরিওয়ালা, বর্তমান কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ জুন ২০২০ /ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর