March 29, 2024, 8:37 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

র‌্যাব-৫ এর অভিযানে ৫০ বোতল বিদেশীমদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল মঙ্গলবার ২১ আগষ্ট ২০১৯ ইং সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানার মৌউগাছি এলাকায় অপারেশন পরিচালনা করেন। সেই সময় আসামী মোঃ  মতিন (২০), পিতা- আজাত, সাং- মৌউগাছি , থানা-চারঘা, জেলা- রাজশাহী, এর হেফাজত হইতে আলামত (১) উদ্ধারকৃত আলামত (ক) একটি নীল রংয়ের প্লাষ্টিকের ক্যারেটে রক্ষিত খবরের কাগজে মোড়ানো ৫০ (পঞ্চাশ) টি  কাঁচের বোতলে রক্ষিত বিদেশী মদ। যাহার মধ্যে (১) প্রতিটি ৩৭৫ মিঃ লিঃ এর ১০ Mc Dowdls BLUE RIBAND DUET Produce of India (২) প্রতিটি ৩৭৫ মিঃ লিঃ এর ২৩ বোতল Officers Choice (৩) প্রতিটি ৩৭৫ মিঃ লিঃ এর  ১৭ বোতল Mc Dowells No-1 Celebration.উদ্ধারকৃত বিদেশী মদের মধ্যে কিছু বোতলে লেভেল বিহীন, কিছু ছেঁড়া ফাঁটা এবং প্রত্যেকটি বোতলের কর্ক সংযুক্ত। উদ্ধারকৃত বিদেশী মদের মোট ওজন (৩৭৫ মিঃলিঃদ্ধ৫০)= ১৮.৭৫ লিটার সহ আটক করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট  থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনীর ২৪ (খ)  ধারার মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে র‌্যাব-৫ এর এক কর্মকর্তা বলেন, বে-আইনী বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি প্রকাশ্যে ও গোপনে অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সঠিক তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানার মৌউগাছি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ মতিনকে ৫০ বোতল বিদেশীমদ সহ গ্রেফতার করা হয়।তিনি আরো বলেন, র‌্যাব-৫ এর পক্ষ থেকে যুব সমাজ সহ সর্বস্তরের মানুষকে জনসচেতনতা মূলক বিভিন্ন সেমিনারের মাধ্যমে মাদকের ভয়াল থাবার বিষয়ে ইতিমধ্যেই অবগত করা হয়েছে, বর্তমানেও করে যাচ্ছি। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না, মাদক নির্মূলে র‌্যাব-৫ যে কোন ধরনের ব্যাবস্থা নিতে প্রস্তুত রয়েছে ।

প্রাইভেট ডিটেকটিভ/২২ আগস্ট ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর