March 29, 2024, 8:06 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

র‌্যাব-৫ এর অভিযানে মোটরবাইকসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

দেশের এই ক্রান্তিলগ্নে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একযোগে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন। এছাড়াও নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিনিয়ত তাদের মাদক ও চোরাচালানহ বিভিন্ন অভিযান অব্যাহত রেখেছন। এর’ই ধারাবাহিকতায়  র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার (১৭ এপ্রিল) ২০২০ ইং তারিখ বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অপারেশনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি এলাকায় পরিচালনা কর, বিপুল পরিমাণ ইয়াবা ও মোটরবাইকসহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করতে সক্ষম হন।অপারেশনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, ১। মোঃ খাইরুল ইসলাম (৩১), পিতা- মোঃ আব্দুল লতিফ, সাং- উত্তর উজিরপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। অভিযানের সময় গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে যথাক্রমে, (ক) ৪২৮০, পিচ ইয়াবা ট্যাবলেট, (খ) ০১ টি মোবাইল ফোন, (গ) ০১ টি সীমকার্ড, (ঘ) ০১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সামরিক বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সথে একযোগে কাজ করে যাচ্ছি আমরা। ঠিক এই সময় আমাদের নিজস্ব গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে এবং সঠিক সংবাদের ভিত্তিতে, অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ ইয়াবা ও ১টি মোটরসাইকেলসহ বিভিন্ন দ্রব্যাদি উদ্ধার করা হয়। সেই সময় ০১ মাদক ব্যবসায়ীকে উল্যেখ্য দ্রব্যাদিসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঘটনাস্থলের নিকটস্থ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক আরো বলেন, মাদকের ব্যপারে র‌্যাবের পক্ষ থেকে ইতি পূর্বেই জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমরা ইতোমধ্যেই র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন বাংলাদেশসহ বহির বিশ্বের কাছে বিভিন্ন অভিযানের সফলতায় প্রশংসিত হয়েছি এবং আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছি। যাহার নজির ইতি পূর্বেও অনেক আছে, বিশেষ করে সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সেগুলোনের খবরা খবর প্রকাশ পাচ্ছে। এছাড়াও দেশ ও জাতির কল্যানার্থে যে কোন প্রকার অসামাজিক কিংবা রাষ্ট্রদ্রোহ কাজের সাথে জড়িত ব্যাক্তিদের সকল প্রকার কর্মকাণ্ডকে রুখে দিয়ে তাদের আটক করতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন সার্বক্ষণিক প্রস্তুত বলেও জানান। তিনি এও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সার্বক্ষণিক যুদ্ধ’ এর সাথে জড়িত ব্যাক্তিরা যতোই শক্তিশালী বা ক্ষমতাধর হোকনা কেন তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। তাদেরকে সমূলে ধ্বংস করা হবে, এ ব্যাপারে সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান র‌্যাব-৫ এর এই কোম্পানী অধিনায়ক। পাশাপাশি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে র‌্যাব-৫ এর আওতাধীন বসবাসরত এলাকাবাসীর উদ্দেশ্যে কোম্পানী অধিনায়ক বলেন, আমারা কোনভাবেই যেন আক্রান্ত না হই, সেজন্য প্রত্যেককে বিশেষভাবে সচেতন থাকতে হবে। একই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে রাষ্ট্রীয় সকল নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ এপ্রিল ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর