March 28, 2024, 9:43 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রায় ঘোষণার আগে বিচারকদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছে বিএনপি: হাছান

রায় ঘোষণার আগে বিচারকদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছে বিএনপি: হাছান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার আগে বিএনপি বিচারকদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, আমরা যখন সাক্ষীদের বরাত দিয়ে কথা বলছি, তখন সংবাদ সম্মেলন করে বিচারকদের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বিএনপি। রিজভী আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল-বিকেল সংবাদ সম্মেলন করে রায়কে প্রভাবিত করার চেষ্টা করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না উল্লেখ করে তিনি বলেন, একুশে আগস্টে হামলা ওই সময়ের সরকারের অনুমোদন ছাড়া হয়নি। এর দায় খালেদা জিয়ার ওপরও বর্তায়। তিনি গ্রেনেড হামলার দায় এড়াতে পারেন না। আওয়ামী লীগ নেতা আরও বলেন, আমি গ্রেনেড হামলার ভিকটিম হিসেবে দাবি করছি; খালেদা জিয়াকে এ গ্রেনেড হামলার বিচারের আওতায় আনা হোক এবং আমি তার শাস্তি দাবি করছি। বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসার অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, আজকে বিএনপি নির্বাচন নিয়ে অনেক কথা বলছে। কয়েকদিন আগে তারা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা একটি ভালো কথা বলেছেন। বিএনপি যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তারা যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইঙ্গিত দিচ্ছে, তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। বিএনপিকে অনুরোধ জানাবো ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসুন। আমরা দেখি নির্বাচনের মাঠে কার কত জনপ্রিয়তা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যসহ অনেকে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর