March 28, 2024, 2:38 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশ’র ৫৩ তম মৃত্যুবার্ষিকী সোমবার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

সোমবার ২০শে জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠাতা, অবহেলিত উত্তরাঞ্চলের শিক্ষাবিস্তারের অন্যতম অগ্রদূত জননেতা মাদার বখশের ৫৩তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সমবার রাজশাহীতে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান, সকাল সাড়ে ১০টায় প্রয়াত নেতার কবর জিয়ারত, বেলা ১১টায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুপুরে দু:স্থ মানুষদের মাঝে উন্নত খাবার বিতরণ, বাদ আসর মিলাদ মাহফিল ও বিকাল ৫টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে জননেতা মাদার বখশ স্মরণে সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য, বিশিষ্ট কলামিস্ট মুক্তিযোদ্ধা বাবু প্রশান্ত কুমার সাহা। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান ও শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম। সমাবেশে সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সমাবেশ পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা। সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এদিকে জননেতা মাদার বখশের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিকে সামনে রেখে সপ্তাহব্যাপী প্রচারণার অংশ হিসেবে রবিবার রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। একইসাথে শীতার্ত ২৫ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ জানুয়ারি ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর