March 28, 2024, 2:27 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

রাজশাহী বিভাগজুড়ে ইতোমধ্যেই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল

রুহুল আমীন খন্দকার,ব্যুরো প্রধান :

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগজুড়ে (কোভিড-১৯) রোগে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এই বিভাগে মারা গেছেন আরও ০৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭৪ জন। রোববার (২০ জুলাই) দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেন।রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় থেকে পাঠানো এক তথ্যে দেখা গেছে, বিভাগে প্রথম (কোভিড-১৯) রোগী শনাক্ত হন রাজশাহীর পুঠিয়ায় গত ১২ এপ্রিল। এক হাজার রোগী শনাক্ত হন ০২ জুন ৫১তম দিনে। দুই হাজার রোগীর সংখ্যা ছাড়ায় ১১ জুন ৬০তম দিনে। তিন হাজার রোগী শনাক্ত হন ৬৬তম দিনে। চার হাজার রোগী শনাক্ত হন ২৪ জুন ৭৩তম দিনে। পাঁচ হাজার রোগী শনাক্ত হন ২৯ জুন ৭৮তম দিনে। ৮ হাজার রোগী শনাক্ত হন ১০ জুলাই। নয় হাজার রোগী শনাক্ত হন ১৫ জুলাই। আর ১০ হাজার রোগী শনাক্ত হন রোববার সকালে ৯৯তম দিনে। অর্থাৎ শেষ পাঁচ হাজার রোগী শনাক্ত হয়েছেন মাত্র ২১ দিনের মধ্যে।পরিচালক গোপেন্দ্র নাথ বলেন, রাজশাহী বিভাগে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। এ নিয়ে আট জেলায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৬৩। রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ১৮০ জন। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ২০৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৯১ জন, নওগাঁয় ৭৭৯ জন, নাটোরে ৩৫১ জন, জয়পুরহাটে ৬২৭ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫৯ জন ও পাবনায় ৬৭১ জন শনাক্ত হয়েছেন।পরিচালক গোপেন্দ্রনাথ আরও বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ১৩৩। এর মধ্যে রাজশাহীতে ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১২ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ১ জন, বগুড়ায় ৮০ জন, সিরাজগঞ্জে ১০ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে।তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে এ পর্যন্ত করোনাকে জায় করে রাজশাহী বিভাগে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৩ জন। এর মধ্যে রাজশাহীর ৭৬০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩৪ জন, নওগাঁয় ৫৮১ জন, নাটোরে ১২৩ জন, জয়পুরহাট ১৯০ জন, বগুড়ায় ২ হাজার ১৭০ জন, সিরাজগঞ্জ ২৩২ জন ও পাবনায় ২৯৩ জন।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর