March 29, 2024, 8:33 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রাজশাহী প্রেসক্লাব চত্বরে জননেতা আতাউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসেনানী, প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অন্যতম পুরোধা বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর ও রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জননেতা আতাউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিনটিকে সামনে রেখে বিস্তারিত কর্মসূচি হাতে নেয় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং গতকাল রোববার বিকেল ৪টায় সাহেববাজার এলাকায় প্রেসক্লাব চত্বরের স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। আলোচনা রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কানু মোহন গোস্বামী, পদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি ও মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, রাজশাহী বারের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন ও প্রয়াত মুক্তিযোদ্ধা সাংবাদিক ওবায়দুর রহমান পরিবারের সন্তান মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদ রিপন। আরো বক্তব্য রাখেন- বিটিসি নিউজের সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রেজা, ডা. রোকনুজ্জামান রিপন, ডা. সন্দীপ কুমার মৈত্র, সাংবাদিক আমানুল্লাহ আমান, সমাজ উন্নয় কর্মী ইকবাল হাসান টাইগার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, ২৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ইউসুফ আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এখনো সাধারণ মানূষ মৌলিক অধিকার পাচ্ছে না। উন্নয়ন হচ্ছে কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন হয়নি। ইতিহাস ভুলে গেলে চলবে না। বর্তমানে প্রকৃত ইতিহাস ভুলিয়ে দেয়া হচ্ছে। এখন সাধারণ মানুষের প্রাণ যায় যায় অবস্থা।

প্রাইভেট ডিটেকটিভ/১২ জানুয়ারি ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর