March 28, 2024, 3:24 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

রাজশাহীর তানোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ৩ সন্ত্রাসীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

রাজশাহীর তানোরে সাংবাদিক লিংকনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ৭ আসামীর মধ্যে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তানোর থানা পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) ২০২০ ইং দিবাগত রাতে মামলার তদন্তকারী অফিসার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীরা হলেন যথাক্রমে, ১। মোঃ হাকিম @ পাখি (২৬), পিতা- মৃত আনারুল ইসলাম ২। মোঃ মেহেদী (২৪), পিতা- মৃত আনারুল ইসলাম ৩। মোঃ আসগার আলী (৩২), পিতা- মোঃ সোহরাব আলী,  সর্বসাং- হাপানিয়া, থানা- তানোর, জেলা- রাজশাহী।প্রসঙ্গ, পূর্বশত্রুতার জের ধরে গত ১৩ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক মোহাম্মদ লিংকনের ওপর একই গ্রামের প্রতিবেশী সন্ত্রাসী যথাক্রমে, হাকিম ওরফে পাখি (২৫), মেহেদী (২২), আসগার (৩২), নাজমা (৪২), সোহাগী ওরফে গুধি (৪৮), ফাতেমা (৪৪) ও নওশাদ (৫০) হামলা চালায়। এতে সাংবাদিক লিংকন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা শেষে ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে ৭ জনকে আসামী করে তানোর থানায় মামলা করে সাংবাদিক লিংকন। থানার মামলা নম্বর-০৭ ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড। ওই মামলার সূত্র ধরেই রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। সাংবাদিক লিংকন ‘দৈনিক সংবাদ’ পত্রিকার তানোর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, সাংবাদিক লিংকনের দায়ের করা মামলার সূত্র ধরেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্য আসামীদের গ্রেফতারেও জোর চেষ্টা চালানো হচ্ছে। গ্রেফতারকৃত এই ৩ আসামীকে সোমবার (২০ এপ্রিল) ২০২০ ইং তারিখ বেলা ১১ টার দিকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর