March 28, 2024, 11:27 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রাজশাহীর তানোরে ক্ষূদ্র নৃ-গোষ্ঠীর ৪৪২জন ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি উপকরণ বিতরণ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
রাজশাহীর তানোরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির সহায়তায় ২০-১৯-২০২০ দু’বছরের সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২০২০ ইং বেলা ১১ ঘটিকায় উপজেলার কলমা ইউপি’র দরগাঁ ডাঙ্গা উচ্চ বিদ্যালয় চত্বরে আদিবাসী ৪৪২জন ছাত্র-ছাত্রীদের মাঝে এই সকল শিক্ষা বৃত্তি উপকরণ বিতরণ করা হয়েছে।
ক্ষূদ্র নৃ-গোষ্ঠীর ৪৪২জন ছাত্র ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী)’র সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি খাদেমুন নবী চৌধুরী বাবু। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মার্ডি। কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, সৈনিক লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন, কলমা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মুর্শেদুল মোমিন রিয়াদসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ আগষ্ট ২০২০/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর