March 28, 2024, 7:57 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

রাজশাহীতে করোনা কারণে ৩০ এপ্রিল পর্যন্ত সকল এনজিও’র কিস্তি বন্ধে জেলা প্রশাসকের অনুরোধ

রুহুল আমীন খন্দকার,ব্যুরো প্রধান :

রাজশাহীতে আগামী ৩০ এপ্রিল ২০২০ ইং পর্যান্ত সকল এনজিও’র কিস্তি বন্ধ ঘোষনা করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ হামিদুল হক। সোমবার ২৩শে মার্চ তিনি রাজশাহী জেলা প্রশাসকের সরকারি ফেইসবুক পেজের মাধ্যমে করোনা প্রতিরোধে দরিদ্র মানুষের অবস্থা বিবেচনা করে জেলায় সকল এনজিও’র কিস্তি আদায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ জানান।এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জেলা প্রশাসক মোঃ হামিদুল হক জানান, বাংলাদেশেও এ পর্যন্ত করোনায় মারা গেছে কয়েকজন। সংখ্যাটি নিতান্ত কম হলেও এর প্রাদূর্ভাব ছড়িয়ে পড়ছে সারা দেশে। জনমনে বিরাজ করছে আতঙ্ক! বাড়ি থেকে প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। আয় রোজগার কমে গেছে, এমন পরিস্থিতিতে কিভাবে কিস্তির টাকা পরিশোধ করবে সাধারণ মানুষ। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সকল এনজিও’র কিস্তি আদায় বন্ধ ঘোষনা করা হয়েছে। এখন পর্যন্ত কোন এনজিওকে লিখিত চিঠি দেয়া হয়নি। তবে আজ কালের মধ্যেই সকল এনজিও গুলোকে চিঠি পাঠানো হবে বলেও জানান তিনি।ইতোমধ্যেই বিশ্ব কাঁপছে করোনার ছোবলে, সেই হামলা গণচীন থেকে ছড়িয়ে এশিয়াসহ আজ ইউরোপ ও আমেরিকায় মারণঘাতি করোনায় মৃত্যুর মিছিল শুরু হয়েছে।এদিকে ভয়ানক করোনা ভাইরাস এমনি ভয়ঙ্কর যে মৃত্যুর পর আত্মীয় পরিজনতো দুরের কথা মা’ তার সন্তানের কাছে, সন্তান তার মায়ের কাছেও যেতে পারছে না এই ভাইরাসের ভয়ে। এহেন পরিস্থিতিতে দেশের এনজিওগুলো নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। তা বন্ধের জন্য জেলা প্রশাসককে সাদুবাদ সাধুবাদ জানিয়েছে রাজশাহীর সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।তারা বলেন, সরকার জনসমাগম রোধে যেখানে সকল প্রকার সভা-সমাবেশ, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে দিয়েছেন। সেখানে এনজিওয়ালাদের কার্যক্রম স্থগিত, গরিব ও সাধারণ মানুষদের জন্য অনেকটায় সহায়ক হবে। তারা আরোও বলেন, রাজশাহীর এনজিও গুলোকে কিস্তি উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়ায় গরীব অসহায়দের জন্য করোনার মতো আরেকটি ভাবনা দূর হলো।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ মার্চ ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর