March 28, 2024, 11:04 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রংপুর বিভাগীয় সরকারী কর্মকর্তা গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রংপুর ব্যুরোঃঃ

গত ২১/০৯/২০২০ইং রোজ সোমবার দৈনিক প্রথম খবর পত্রিকার শেষের পৃষ্ঠার ৩, ৪ ও ৫
নং কলামে ও ৩নং পৃষ্ঠার ৪ ও ৫ নং কলামে এবং গত ২৩/০৯/২০২০ইং রোজ বুধবার
প্রাইভেট ডিটেকটিভ অনলাইন ও ৭১ সংবাদ ২৪ ডটকম সহ অন্যান্য অনলাইন
পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে
বলা হয়েছে রংপুর বিভাগীয় সরকারী কর্মকর্তা গৃহায়ন সমবায় সমিতি লিঃ
রংপুরের অসহায় দুই জন কৃষকের পৈত্রিক জমি অবৈধ দখল নিতে ভূমিদস্যু চক্র
অবৈধ দলিল সৃজন করে মালিকানার দাবী তুলে অবৈধ দখল নেয়ার চেষ্টা করছে। অন্যের
হোল্ডিং ব্যবহার করে ভূয়া খারিজ তৈরি করেছে। উক্ত জমিতে থাকা ঘর-বাড়ি,
গাছপালা ও পাহাড়াদারকে অস্ত্রের মুখে জিম্মি করে রাতের আঁধারে সবকিছু
ট্রাক যোগে উচ্ছেদ করেছে। তথায় হাউজিং মাটি ফেলতে শুরু করলে স্থানীয়দের
বাঁধার মুখে তা বন্ধ হয়। গৃহায়ন ম্যানেজার ও চক্রের স্থানীয় হোতা মশিউর, আবুল
ফজল রিজভী, রাসেল সহ অজ্ঞাতদের যোগসাজসে মালিকেদের নাম ব্যবহার করে জাল দলিল সৃজন ও ভূয়া হোল্ডিং ব্যবহার করে খারিজের মাধ্যমে জয়ন্ত কুমার শিকদারের
নিকট বিক্রয় করে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, মনগড়া, বানোয়াট, ভিত্তিহীন ও
ষড়যন্ত্রমূলক।

প্রকৃত বিষয় সি এস ও এস এ খতিয়ান ভুক্ত রেকডিয় মালিকদের
বংশানুক্রমে পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া ভোগ দখলিয় মালিকরা তাদের ভোগ দখল
থাকা অবস্থায় হাউজিং কর্তৃপক্ষের  কাছে রেজিস্ট্রি দলীলমূলে বিক্রয় করে দখল স্বত্ত
বুঝাইয়া দিয়া নিঃস্বত্তবান হন। যাহার প্রমানাদী বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট
আদালত রংপুর মিছ পিটিশন ৩৯২/২০২০ তারিখ ৩১/০৮/২০২০ইং এ প্রমাণের জন্য
প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রেরণ করে মামলা রুজু করা হয়েছে এবং বিবাদী
কর্তৃক আনীত বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত রংপুর পিআর
০৬/২০২০ এবং বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালত রংপুর সিআর ৬৯/২০২০ মামলায়
ক্রয়কৃত জমির মালিকানা প্রমাণের জন্য প্রয়োজনীয় দলীল পত্রাদি বিজ্ঞ আদালতে ল।ললসমীপে নির্ধারিত তারিখে বিচারক মহোদয়োর পর্যবেক্ষণের জন্য আইনজীবির
মাধ্যমে প্রেরণ করা হবে। স্থানীয় ব্যক্তি মশিউর, রাসেল, লাভলু কেউই হাউজিং কর্তৃপক্ষের সঙ্গে জমি ক্রয়ের লিখিত বা মৌখিক চুক্তি পত্রে আবদ্ধ ছিল না।
হাউজিং  কর্তৃপক্ষ ও আবুল ফজল মোঃ রেজভী (লিটন), পিতাঃ মৃতঃ ময়েজ উদ্দীন, সং-
কামাল কাছনা রংপুর এর সঙ্গে একটি জমি ক্রয় সংক্রান্ত লিখিত চুক্তিপত্রে উভয়পক্ষ
আবদ্ধ হন। চুক্তিপত্রের শর্ত অনুযায়ী সমিতির চাহিদা মোতাবেক আবুল ফজল মোঃ
রেজভী জমি ক্রয়ের কাজ সম্পন্ন করেন। গত ০৮/০৯/২০২০ইং রোজ মঙ্গলবার এডিএম
আদালতের আদেশ অমান্য করে বিবাদীগণ হাউজিং ভোগ দখলীয় জমিতে অভিনব
কৌশলে অবৈধ অনুঃপ্রবেশ করে জমি দখলে নেয়ার চেষ্টা করলে হাউজিং ও স্থানীয়
লোকজনের বাধার সম্মুখীনে তাদের অপকৌশল ব্যার্থ হয়। যাহা হাজীর হাট
মেট্রো থানায় ০৯/০৯/২০২০ইং তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করা
হয়েছে। বিবাদী কর্তৃক দাবীকৃত জমির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন
আছে। বিজ্ঞ বিচারক মহোদয়ের আইন সম্মত সু-চিন্তিত আদেশে জমির প্রকৃত
মালিকানা নির্ধারণ হবে। তা স্বত্তেও স্বাধীনতা বিরোধী অজ্ঞাত জামাত শিবির
ক্যাডার এর যোগসাজসে একটি ভূমিদস্যু স্বার্থলোভী কুচক্রী মহল তাদের ব্যক্তি স্বার্থ
হাসিলের উদ্দেশ্যে একাধিক মিথ্যা মামলা আনায়ন সহ তাদের মনগড়া, বানোয়াট,
মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সংবাদিকদের প্রদান করে আমাদেরকে সমাজে হেয়
প্রতিপন্ন করার কাজে লিপ্ত আছে। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও জোর
প্রতিবাদ জানাচ্ছি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর