March 28, 2024, 7:19 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ
রংপুর পীরগাছায় সেচ পাম্পের কমিটি নিয়ে বিরোধের জেরে পানি থেকে বঞ্চিত কৃষক।

রংপুর পীরগাছায় সেচ পাম্পের কমিটি নিয়ে বিরোধের জেরে পানি থেকে বঞ্চিত কৃষক।

 মোস্তফা মিয়া পীরগন্জ রংপুর  প্রতিনিধি ঃ
রংপুর পীরগাছা উপজেলার ১ নং কল্যানী ইউনিয়ন’র ১ নং ওয়ার্ডের খামার উপাশু মৌজায় গত ২০১৪ সালে বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে গভীর নলকুপটি স্হাপন করে এবং আলহাজ খাজা আহম্মেদ কে ম্যানেজারের দ্বায়িত্ব দিয়ে সকলের জমিতে পানি সেচ পরিচালনা করিয়া আসিতেছিলো।
 ২০১৫ সালে এসে আলহাজ খাজা আহম্মেদ ১লক্ষ ২৫ হাজার টাকার  বিনিময়ে খামার উপাশু গ্রামের স্হায়ী বাসিন্দা বিষু চন্দ্র বর্মনের নিকট হস্তান্তর করে। বিষু চন্দ্র বর্মন ম্যানেজার হিসাবে দ্বায়িত্ব পাওয়ার পর থেকে সফল ভবে উক্ত গভীর নলকুপটি পরিচালনা করিয়া আসিতেছিলো।কিন্তু খামার উপাশু গ্রামের কিছু অসাধু  ব্যাক্তি তার এ সফলতাকে মেনে না নেওয়ায় ঐ গ্রামের কিছু লোক বিষু চন্দ্র বর্মন’র বিরুদ্ধে চক্রান্ত শুরু করে।এবং বিষু চন্দ্র বর্মনকে এলোপাতাড়ি ভাবে জখম করিলে গত ২৩/১২/১৭ ইং তারিখে পীরগাছ থানায় মামলা হয় যাহার মামলা নং ১১/১৭ মামলা হওয়ায় খামার উপাসু গ্রামের লোক জন পীরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যানের শরণাপন্ন হলে বিষয়টি নিয়ে গ্রামের সকলের সঙ্গে আলোচনা সাপেক্ষে ও দন্দ নিরসনের লক্ষ্যে বিষু চন্দ্র বর্মন (৪৮) কে পুনরায় ম্যানেজার পুনবহাল করে ও শ্রী সুবল কুমার লালটু (৩৫) কে লাইনম্যান করে দিয়ে গভীর নলকুপটি পরিচালনা করার দ্বায়িত্ব দেন।
কিন্তু গত সালে এসে আবারো পুর্ব শত্রুতার জ্বের ধরে আবারো বিষু ও লালটুর মাঝে শুরু হয়  কথা কাটাকাটি। এবং লাকটু  গ্রামের সকল লোককে ফুসলিয়ে ক্ষেপিয়ে তোলে,এই সুযোগকে কাজে লাগিয়ে কৌশলে বিষু চন্দ্র কে বাদ দিয়ে লালটু  সেচ কার্য পরিচালনা শুরু করে।
উক্ত গ্রামে গিয়ে দেখাযায় বিষু চন্দ্র বর্মন অনুসারী ১০-১৫ জন কৃষককে বোরো মৌসুমে সেচ থেকে বঞ্চিত করা হয় এব্যাপারে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বিষটি প্রশাসনের নজরে এনে দ্রুত হস্তক্ষেপ কামনা করছে এলাবাসী।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর