March 28, 2024, 10:54 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

মোহনপুরে ভোক্তার অভিযানে ব্যবসায়ীদের জরিমানা

সোহেল রানা,(রাজশাহী)তানোর,প্রতিনিধঃ
মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের পোড়া পট্টির বিভিন্ন দোকানে পন্যের বিক্রয় মুল্যের তালিকা না থাকায় ও তেল ব্যবসায়ীরা সঠিক ভাবে তেল না দেওয়ার অপরাধে অভিযান পরিচালনা করে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অ‌তি‌রিক্ত স‌চিব) মহোদয়ের অর্পিত ক্ষমতা বলে জেলা প্রশাসক, রাজশাহীর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মাসুম আলী বাজারে তদার‌কি মূলক অ‌ভিযান প‌রিচালনা করেন।
সরজমিনে দেখা যায়, কেশরহাট বাজারে ন্যায্য মূল্যে ভোক্তা অধিকার নিশ্চিত করতে ব্যবসায়ীদের দোকানে ও মজুদ গোডাউনে গিয়ে তদারকি করেন। এমন সময় রূপচাঁদা কম্পানীর বিক্রয় প্রতিনিধিকে তেল অতিরিক্ত ও অনিয়ম করে শর্ত সাপেক্ষে বিক্রয় করার চেষ্টা করলে, ব্যবসায়ীরা জাতীয় ভোক্তা অধিকারের কাছে অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেলের গাড়ী আটক করা হয়। এসময় অনিয়মের অভিযোগে রুপচাঁদা কোম্পানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গাড়িতে থাকা তেল ন্যায্য মূল্যে ব্যবসায়ীদের মাঝে বিক্রয় করা হয়।
এছাড়াও বাজারের দোকানে ব্যবসায়ীরা মূল্য তালিকা প্রদর্শন না করে তেল বিক্রয়ের চেষ্টায় ৩ ব্যাবসায়ীকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ব্যাবসায়ীদের ন্যায্য মূল্যে তেল বিক্রয় ও অতিরিক্ত তেল মজুদ না করার নির্দেশ প্রদান করেন তারা। অভিযান পরিচালনায় মোহনপুর থানার এস.আই আব্দুর রবসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় রাজশাহীর বিভিন্ন গোডাউনে তেল মজুদে অভিযান চালিয়ে কয়েকজন ব্যাবসায়ীকে জরিমানাসহ মজুদকৃত তেল খোলা বাজারে ন্যায্য মুল্যে বিক্রি করা হয়। এরই প্রেক্ষিতে মোহনপুরের কেশরহাট বাজার অভিযান চালানো হয়।
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর