March 29, 2024, 7:58 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

মেক্সিকোয় গণকবরে অন্তত ১৬৬টি মাথার খুলি

মেক্সিকোয় গণকবরে অন্তত ১৬৬টি মাথার খুলি

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোর পূর্বের প্রদেশ ভেরাক্রুজে একটি গণকবরে অন্তত ১৬৬টি মাথার খুলি এবং শরীরের অন্যান্য অংশ পাওয়া গেছে। নতুন গণকবরে মাথার খুলি ও হাড়গোড় ছাড়াও আরও প্রায় দুইশ রকমের কাপড়, শতাধিক পরিচয়পত্র এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। ওই কবরে আরও মৃতদেহ থাকতে পারে বলেও জানান উইঙ্কলার। গণকবরটি অন্তত দুই বছরের পুরানো বলে জানিয়েছে রাজ্যের প্রসিকিউটর জর্জ উইঙ্কলার। তবে নিরাপত্তার স্বার্থে প্রদেশের ঠিক কোথায় গণকবরটি পাওয়া গেছে তা জানানো হয়নি। বিবিসি জানায়, ভেরাক্রুজে মাদক পাচারকারীরা অত্যন্ত সক্রিয় এবং আধিপত্য বিস্তার নিয়ে এখানে প্রায় হত্যাকা- হয়। এর আগে ভেরাক্রুজে আরও কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। অনেক বছর ধরে মাদক পাচারকারীরা প্রতিদ্বন্দ্বী দলের সদস্যদের হত্যার পর এখানে মৃতদেহ মাটি চাপা দিয়ে আসছে। গত বছর মার্চে এখানে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া যায়, যেখান থেকে প্রায় আড়াইশ মাথার খুলি উদ্ধার করা হয়। রাসায়নিক বিশেষজ্ঞারা এখনও সেখানে কাজ করছেন। মেক্সিকোয় নিয়মিত লোকজন নিখোঁজ হয়ে যায় এবং তাদের আরও কোনো সন্ধান পাওয়া যায় না। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজে বের করতে আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে। বিভিন্ন মাদক চক্রের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের কারণে ২০০৬ সাল থেকে মেক্সিকোয় মাদক সংক্রান্ত নৃশংসতা অনেক বেড়ে গেছে। গত এক যুগে মাদক সংক্রান্ত  হত্যাকা- দুই লাখ ছাড়িয়েছে। যারমধ্যে গত বছর রেকর্ড ২৮ হাজার ৭০২ জনকে হত্যা করা হয়। এছাড়ও আরও প্রায় ৩৭ হাজার মানুষ নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। শুধু বিভিন্ন মাদক চক্রের সদস্যরা নয় বরং শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদেরও মাদক দ্রব্য বহনে রাজি না হওয়ায় হত্যা করা হয়।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর