March 29, 2024, 8:03 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত হয়েছে: রেলমন্ত্রী

মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত হয়েছে: রেলমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে। এজন্যই তরুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস বেশি বলতে হয়। তিনি বলেন, বাংলাদেশেই মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার ইতিহাসের কথা বলতে হয়। নতুনদের কাছে মুক্তিযুদ্ধের কথা বলতে হয়। কারণ বারবার ইতিহাস বিকৃত করা হয়েছে। প্রজন্মকে বিভ্রান্ত করেছে। যারা মুক্তিযুদ্ধে বিরোধীতা করেছে, তারাই বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে। পৃথিবীর অন্য কোন দেশে মিমাংসিত ইতিহাস নিয়ে এত বিকৃতি হয়নি। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন মন্ত্রী। রেলপথ মন্ত্রী বলেন, ’৭০-এর নির্বাচন ছিল স্বাধীনতার মাইলফলক। স্বাধীনতা অর্জনের পথে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন ছিল স্বাধীনতা অর্জনের প্রথম পদক্ষেপ। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কে তিনি বলেন, একসময় রেলওয়েকে ধংস করা হয়েছে। ১৯৯১ সালে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে ১০ হাজার কর্মী একদিনেই ছাটাই করা হয়েছে। বিএনপি সরকার রেলের কোন সংস্কার করেনি, কিন্তু আওয়ামী লীগ নেতুত্বাধীন সরকার ২০১১ সালে পৃথক রেলপথ মন্ত্রণালয় গঠন করে। এরপর পর্যায়ক্রমে কোচ, ইঞ্জিন বাড়ানো হচ্ছে। মন্ত্রী বলেন, নতুন নতুন লাইন নির্মাণ করা হচ্ছে। সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রেলকে গুরুত্ব দেয়া হয়েছে। বঙ্গবন্ধু চেয়েছিলেন স্বপ্নের সোনার বাংলা গড়তে। সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করে যাচ্ছেন। রেলখাতকেও একটি উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। আরো বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর