March 29, 2024, 8:05 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধই আমার মূল লক্ষ; ফরিদ উদ্দিন

আবু তালহা তুফায়েল :
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, সিলেটসহ গোয়াইনঘাটে কোন ভাবেই মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাই দেওয়া হবে না। এসব প্রতিরোধ করাই থাকবে আমার মূল লক্ষ। আমি সিলেটের সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি বাল্য বিবাহ, ভারতীয় তীর ও জোয়া খেলাসহ সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাই আপনাদের সকলের সহযোগীতায় সিলেট জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ থাকবে।তিনি বৃহস্পতিবার বেলা ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গের সাথে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এসময় তিনি বলেন, আপনাদের গোয়াইনঘাটের মানুষ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আপনাদের গোয়াইনঘাটের মানুষকে আমি খুব ভালোবাসি। আপনাদের সেবা দেয়ার জন্য আমার দরজা সব সময় খোলা।গোয়াইনঘাটে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায়ের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, থানার ওসি মো. আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ।অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, আওয়ামী লীগ নেতা ইসমাইল আলী, সামছুল আলম, সুভাষ চন্দ্র পাল ছানা, লুৎফুর রহমান, কামরুল হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ছয়ফুল আলম আবুল, যুবলীগ নেতা সাহাব উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।এর আগে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম গোয়াইনঘাট থানা কম্পাউন্ডের অভ্যন্তরে ফলদ বৃক্ষরোপণের শুভ উদ্বোধন, গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বর্ষাকালীন উপকরণ হিসেবে ছাতা ও টর্চলাইট বিতরণ এবং থানা কম্পাউন্ড থেকে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১২ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর