March 28, 2024, 6:48 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

মহেশপুরের এক গৃহবধূকে সৌদি আরবে পাচার

মহেশপুরের এক গৃহবধূকে সৌদি আরবে পাচার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি


ঝিনাইদহের মহেশপুরের সোরজু খাতুন (৪০) নামে এক গৃহবধূ মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে সৌদি আরবে পাচারের শিকার হয়েছেন। সেখানে তার উপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার যোগিহুদা গ্রামের শাহাজান আলীর স্ত্রী সোরজু খাতুনকে ভাল বেতনে চাকরি দেয়ার লোভ দেখিয়ে একই গ্রামের  সামছুল হকের ছেলে মানবপাচারকারী চক্রের সদস্য আব্দুর রহমান সৌদি আরবে পাচার করে দেন
ভিকটিম সোরজু খাতুনের ছেলে বিপ্লব জানান, তাদের দারিদ্রতার সুযোগ নিয়ে দালাল ও মানবপাচারকারী চক্রের সদস্য আব্দুর রহমান তার মা সোরজুকে ভাল বেতনে চাকুরি দেয়ার লোভ দেখিয়ে সৌদি আরবে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত ০৫/০৫/১৮ইং তারিখে ৪৫,০০০/- টাকা নগদে গ্রহণ করে সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাড়ি থেকে নিয়ে যান এবং হোটেলে রেখে গত ১০/০৫/১৮ইং তারিখে বিকাল পৌনে ৫টার সময় সাগরিকা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে বিমান যোগে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি পাঠিয়ে দেন। সৌদি যাওয়ার পর কোনো কাজ না দিয়ে তাকে একটি বদ্ধ ঘরে আটকে রেখে তার উপর অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। তিনি ফোনে আরো জানিয়েছেন, তাকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়া হচ্ছে। তাকে দিয়ে অসামাজিক কাজ করানো হচ্ছে। তিনি এখন দেশে ফিরে আসার জন্য কাকুতি মিনতি করছেন। ভিকটিম পরিবার দালালের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে দালাল চক্র সরকারি দলের নেতা হওয়ায় তাদেরকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। অসহায় পরিবারটি কোনো উপায় না পেয়ে দেশের মানবাধিকার সংগঠনসহ সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর