March 28, 2024, 9:27 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

মওদুদের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলার আবেদন নীরুর

মওদুদের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলার আবেদন নীরুর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মওদুদ আহমদের লেখা একটি বইয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে আদালতে মামলার অভিযোগ নিয়ে গেছেন সানাউল হক নীরু। প্রায় তিন দশক আগে ছাত্রদল নেতা বহিষ্কৃত নীরু বইটিতে তাকে ‘মস্তান’ বলার মাধ্যমে তার মানহানি হয়েছে উল্লেখ করে শত কোটি টাকা ক্ষতিপূরণের আরজি নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকার আদালতে যান। তবে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক অভিযোগটি সরাসরি মামলা হিসেবে না নিয়ে মতিঝিল থানার ওসিকে তদন্ত করে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে মওদুদের পাশাপাশি বইটির প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ ও মুদ্রাক্ষরিক নাজমুলকেও বিবাদী করতে চাইছেন নীরু। ছাত্রদলের এক সময়ের সাংগঠনিক সম্পাদক নীরু গত শতকের ৮০ দশকে সংগঠনের অন্যতম শীর্ষনেতা ছিলেন তার ভাই মাহবুবুল হক বাবলু ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক, যিনি ১৯৮৬ সালে ঢাবির হলে বোমা বিস্ফোরণে নিহত হন। ’৯০ এ ডাকসু নির্বাচনের আগে ছাত্রদল থেকে নীরুকে বহিষ্কার করেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে সামরিক শাসক এইচ এম এরশাদের যোগসাজশের অভিযোগও করেন নব্বইয়ের ছাত্রনেতারা। এরপর দীর্ঘদিন নীরব থাকার পর ২০০৮ সালের সংসসদ নির্বাচনে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্প ধারার মনোনয়নে নরসিংদী-৪ আসনে প্রার্থী হয়েছিলেন নীরু। এরপর আবার রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। সম্প্রতি ‘মুভমেন্ট ফর জাস্টিস’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার মধ্যে এরশাদ সরকারের উপ রাষ্ট্রপতি মওদুদের বিরুদ্ধে মামলা করতে গেলেন তিনি। এক দশক আগে প্রকাশিত আত্মজৈবনিক গ্রন্থ ‘চলমান ইতিহাস’ এর জন্য এখন মানহানির মামলার মুখোমুখি বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। বাদীর আইনজীবী প্রদীপ দেবনাথ সাংবাদিকদের বলেন, মওদুদের লেখা ‘চলমান ইতিহাস’ বইতে সানাউল হক নীরু ও গোলাম ফারুক অভিকে ‘জঙ্গি’ ও ‘মস্তান’ আখ্যায়িত করা হয়। ভুল ও মিথ্যা তথ্যা দিয়ে জাতিকে বিভ্রান্তি করায় এবং ওই তথ্যের মাধ্যমে বাদীপক্ষকে সমাজে হেয় প্রতিপন্ন করায় শত কোটি টাকার মানহানি মামলাটি করার আরজি জানানো হয়েছে। নীরুর সঙ্গেই ছাত্রদল থেকে বহিষ্কৃত হয়েছিলেন ছাত্রদলের তৎকালীন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অভি। অভি পরে এরশাদের দল জাতীয় পার্টিতে যোগ দিয়ে সংসদ সদস্যও হয়েছিলেন। মডেল তানিয়া মাহবুব তিন্নী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর বিদেশে পালিয়ে যান তিনি, এখনও ফেরেননি। এরশাদের এক সময়ের সঙ্গী ব্যরিস্টার মওদুদের লেখা বিভিন্ন গ্রন্থ নানা সময়ে আলোচনায় এসেছে। ‘চলমান ইতিহাস’ বইয়ে তিনি ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিজের জীবনের নানা স্মৃতি-অভিজ্ঞতা তুলে ধরেছেন। বাংলাদেশের রাজনীতিতে দলবদলের জন্য সমালোচনায় থাকা মওদুদ বলেন, রাজনীতিতে নানা অবস্থানের প্রেক্ষাপটে তিনি বিভিন্ন বক্তব্য দিলেও বইয়ে ‘সত্যটাই’ লেখেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর