March 28, 2024, 7:47 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

ভারত-চীন হাতে হাত ধরে এগিয়ে যাবে: শি জিনপিং

ভারত-চীন হাতে হাত ধরে এগিয়ে যাবে: শি জিনপিং

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

উন্নয়ন ও কৌশলগত বিশ্বাস জোরালো করতে ভারত ও চীনের পরস্পরের সুযোগ-সুবিধার দিকে নজর রাখা উচিত বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দিনের ভারত সফর শেষে শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। বিবৃতিতে তিনি বলেন, দুই দেশ ভালো প্রতিবেশী ও সহযোগী হতে পারে যারা সম্প্রীতি বজায় রেখে হাতে হাত ধরে এগিয়ে যেতে পারে।দুই দিনের অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে শুক্রবার তামিলনাড়ুর মামাল্লাপুরাম শহরে পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনিপিং। চেন্নাই বিমানবন্দরে অবতরণের পরে তাকে স্বাগত জানান তামিলনাড়ুর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও চীনের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানো হয়। পরে চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ও শনিবার দুই নেতা পরস্পরের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে নিরাপত্তা থেকে শুরু করে বাণিজ্য পর্যন্ত নানা ইস্যুতে মতবিনিময় করেন। শনিবার সফর শেষ এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দুই দেশের মতপার্থক্য সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এগুলোকে সামগ্রিক দ্বিপাক্ষিক স্বার্থের সঙ্গে মেশানো উচিত হবে না। একই সঙ্গে যোগাযোগের মাধ্যমে বোঝাপড়ার চেষ্টা চালাতে হবে আর ধারাবাহিকভাবে মতপার্থক্য ঘোচাতে হবে। দুই প্রতিবেশী শক্তি বন্ধুত্বপূর্ণ উন্নয়নের মহাসড়কে হাঁটতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্দিষ্ট সময় পরপর ও কার্যকর উপায়ে দুই দেশের কৌশলগত যোগাযোগ অব্যাহত রাখা হবে বলেও মনে করেন চীনের প্রেসিডেন্ট। বিবৃতিতে তিনি বলেন, আগামি কয়েক বছর দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। দুই দেশের মূল স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো সতর্কভাবে মোকাবিলা করতে হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর