March 29, 2024, 10:38 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সেক্রেটারীর করোনায় আক্রান্তর রোগ মুক্তির জন্য দোয়া

মিজানোর রহমান বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সদ্য করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সালেহ আহমদের আশু রোগ মুক্তির জন্য প্রেসক্লাবের উদ্দ্যেগে বাদ জুমা বিশ্বম্ভরপুর থানা মসজিদে দোয়া ও প্রার্থনা করা হয়। গত কাল শুক্রবার সালেহ আহমদের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্টানে প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, কোষাধক্ষ্য আশরাফুল ইসলাম পারভেজ, সদস্য নেচার আহমদ নেচার, ধীরেন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম, মিজানুর রহমান অংশ গ্রহন করেন। পরে থানা জামে মসজিদে মাও. মোয়াফিকুল ইসলামের মাধ্যমে মোনাজাত করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের উদ্দ্যেগে উপজেলা কেন্দ্রীয় কৃষ্ণনগর পূজা মন্দিরে সালেহ আহমদের রোগ মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। উল্লেখ্য যে, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সালেহ আহমদ গত ২৬ জুন নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ আসে। পরে তার উপসর্গ দেখা দিলে ২৭ জুন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্বম্ভরপুরে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
মিজানোর রহমান বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের তত্ত¡াবধানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গত কাল শুক্রবার (৩ জুলাই) উপজেলা পরিষদ চত্ত¡রে একটি আম গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল শান্তি মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার ও বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন। বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সদস্য আনোয়ারুল হক, রোকন মিয়া, ইউপি সদস্যা রেহেনা পারভিন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাহার, সিদ্দিক আহমদ, সামির আলী, উপজেলা কৃষক লীগের সদস্য দিলোয়ার হোসেন, ধনপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হোসেন আলী তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালু, পলাশ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মসিহুর রহমান প্রমুখ। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন শেষে কৃষক লীগের নেতাকর্মীসহ উপস্থিত স্থানীয়দের মাঝে ১৬০ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল শান্তি মিয়া ও সদস্য সচিব বিন্দু তালুকদার।

প্রাইভেট ডিটেকটিভ/৩ জুলাই ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর