March 28, 2024, 8:11 pm

সংবাদ শিরোনাম
৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো

বরিশাল মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ৩০ ডেঙ্গু রোগী

বরিশাল মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ৩০ ডেঙ্গু রোগী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে ৩০ জন রোগীর চিকিৎসা চলছে। এদের মধ্যে ৮ জন নারী ও ২২ জন পুরুষ রোগী রয়েছেন। এদের জন্য আলাদা কোনো ওয়ার্ড খোলা না হলেও, মেডিসিন ওয়ার্ডে মশারির মধ্যে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রোববার যে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর গতকাল সোমবার ভর্তি হয়েছেন আরও ১১ জন রোগী, ফলে এ হাসপাতালে বর্তমানে ডেঙ্গুজ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ জন। চলতি মাসের ১৬ জুলাই থেকে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগীরা ভর্তি হতে শুরু করে। আর ১৬ জুলাই থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত ডেঙ্গুজ¦রে আক্রান্ত ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে অনেকেই ঢাকা থেকে জ¦র নিয়ে এবং বাকিরা ঢাকা থেকে বাড়ি ফিরে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তবে এ পর্যন্ত বরিশালে ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি বলে জানান বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। তিনি বলেন, শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা রয়েছে। সুতরাং ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক রোগী ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর