March 28, 2024, 6:27 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

প্রয়াত এমপি ডাঃ মোজাম্মেল হোসেনের স্মরণে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে শোক সভা ও দোয়া মাহফিল

এইচ এম জসিমউদ্দিন, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনেরসদ্য প্রয়া তসংসদ সদস্য ডাঃ

মোজাম্মেল হোসেনের স্মরণে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ মিলণায়তনে অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের সভাপতিত্বে এ শোকসভা অনুষ্ঠিত হয়।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃআব্দুল খালেক তালুকদার।সভায় সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেনের জীবন ও কর্ম সম্পর্কে ব্যাপক আলোচনা হয়।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃআফজাল ফারুক, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সহকারি অধ্যাপক প্রকাশ চন্দ্র দাস, সাবেক সম্পাদক মোঃহাফিজুর রহমান, এমদাদুল হক,জাকির হোসেন রিয়াজ।এছাড়া আরো বক্তব্য রাখেন ব্যাবসায় ব্যবস্থাপনা শাখার বিভাগীয় প্রধান মোঃশাহজাহান হাওলাদার, প্রভাষক মোঃজসিম উদ্দিন হাওলাদার, মোঃবখতিয়ার হোসেন, জহিরুলইসলাম, বেদান্ত হালদার, মোঃ আসাদুজ্জামান বিপু, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃবায়েজিদ শিকদার ও সাধারণ সম্পাদক মোঃনাঈমুল ইসলাম প্রমুখ।আলোচনা শেষে সভায় একটি শোক প্রস্তাব গৃহীত হয় এবংতাঁর বিদেহী আত্নার মাগফিরাতকামণা ও তাঁর শোক সন্তোপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়।  পরিচালনা করেন রসায়ন বিভাগের শিক্ষক মোঃ মোজাম্মেল হক। উল্লেখ্য, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে এমপি ডাঃ মোজাম্মেল হোসেন বিএসএমএমইউ’তে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ জানুয়ারি রাতে তিনি মারা যান।১৯৪০ সালে ১ আগস্ট বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন।ডাক্তার হিসেবে তার পেশাগত দায়িত্বে থাকাবস্থায় ইতি নিতার কর্ম দিয়ে এলাকাবাসীর মন জয় করেছিলেন। ১৯৭৩ সালে মোরেলগঞ্জ আওয়ামীলীগের সভাপতি নির্বাচিতহন।১৯৭৯ সালে মোজাম্মেল হোসেন বাগেরহাট জেলার সভাপতি নির্বাচিত হন।সেই থেকে তিনি আমৃত্যু জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।১৯৯১ সালে বাগেরহাট-১ আসন থেকে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯৬, ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি মোট পাঁচবার সংসদ সদস্য হন। ১৯৯৬ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় সমাজকল্যাণ প্রতি মন্ত্রির দায়িত্ব পান তিনি।তার একমাত্র ছেলে অধ্যাপক ড. মাহমুদ হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি।

প্রাইভেট ডিটেকটিভ/২১ জানুয়ারি ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর