March 28, 2024, 11:15 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

পুঁজিবাজারে দরপতন

পুঁজিবাজারে দরপতন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

লেনদেন কিছুটা বাড়লেও সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩০ পয়েন্টের মতো। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১০০ পয়েন্ট। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই অঙ্ক গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ১৬ কোটি ৮১ লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নিয়েছে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৮৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৯ দশমিক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৬ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫৫ পয়েন্টে। অন্যদিকে সিএসইতে ২৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৭৮ লাখ ৪৯ হাজার টাকা কম। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯৯ লাখ টাকা। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৮৫ দশমিক ৮৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর