March 28, 2024, 10:21 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

পীরগঞ্জে ১৭ জেলের ঘরবাড়ি আগুনে ভস্মীভুত অর্ধশতাধিক বাড়ী

পীরগঞ্জ(রংপুর) মোস্তফা মিয়া :

রংপুরের পীরগঞ্জে ফেসবুক কমেন্টস এ কাবা শরীফের ব্যঙ্গচিত্র পোস্ট করাকে কেন্দ্র করে রামনাথপুর ইউনিয়নের করিমপুর গ্রামের জেলে পল্লী মাঝিপাড়ায় তুলকালাম কান্ড ঘটেছে। ২ঘন্টার ব্যবধানে হাজার হাজার মানুষ চর্তুদিক থেকে ওই পাড়াটিকে ঘেরাও করে ১৮টি ঘর ২টি মন্দিরে অগ্নিসংযোগ, ৪৮টি বাড়িতে ভাংচুরসহ ৬৬টি পরিবারের গবাদি পশু, স্বর্ণালংকার, টিভি, রেডিওসহ ঘরের ব্যবহৃত ও জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ওই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে পুুলিশ ৪২জনকে আটক করেছে। গভীর রাতে রংপুরের জেলা প্রশাসক আহসান হাবীব, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় ঘটনাস্থলে যান। অকুস্থলে র‌্যাব, বিজিপিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং র‌্যাব চর্তুদিকে টহল দিতে থাকে এবং রাত সাড়ে ১২ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রামনাথপুর ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম বিএসসি জানান, রোববার সন্ধ্যায়  হাতিবান্ধা জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনের মুঠোফোনে জানান, কসবা মাঝিপাড়ার উত্তরে ফেসবুকে কাবা শরিফের ব্যঙ্গচিত্র পোস্ট করা নিয়ে ঝামেলা হচ্ছে। মাওলানা সাহেবের ফোন পেয়ে ঘটনাস্থলে চলে আসি। সে সময় প্রসন্নের বাড়ির পাশে খড়ের স্তুপে আগুন দেখতে পাই। এ সময় সেখানে  কয়েকশ’ লোকজনকে জটলা করতে দেখি। উপস্থিত লোকজন মাঝিপাড়ার উত্তর অংশের হিন্দুধর্মাবলী প্রসন্নের স্কুল পড়–য়া ছেলে পরিতোষের বিরুদ্ধে কাবা শরিফের ব্যঙ্গচিত্র ফেসবুকে পোস্ট করার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করছিল। এ সময় ঘটনাস্থলে ওসি সরেস চন্দ্র সহ পুলিশ সদস্যরা উপস্থিত হন। ওসিসহ উত্তর অংশে লোকজনকে শান্ত রাখার চেষ্টা করা হয়। মুহুর্তেই জটলার উপস্থিতি কয়েকগুন বৃদ্ধি পায়। রাত ৯ টায় জেলে পল্লীর এক প্রান্তে বাড়িঘরে হঠাৎ আগুন জ্বলে উঠে এবং ভাংচুরের শব্দ ও মানুষের কান্নার আওযাজ ভেসে আসে। উত্তেজিত জনতা আকস্মিক আক্রমন করে ১৮টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। রাত ৯ টা থেকে  ১১ টা পর্যন্ত ভাংচুর আর লুটপাটের তান্ডব চলে। গভীর রাতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গতকাল সোমবার সকালে রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইয়া, ডিআইজি দেবদাস ভট্টাচার্জ্য, ৫১ বিজিপি রংপুরের সেক্টর কমান্ডার কর্ণেল ইয়াসির জামান হোসাইন ঘটনাস্থলে আসেন। রংপুরের জেলা প্রসাশক আহসান হাবীব, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় রাত থেকেই ঘটনাস্থলে ছিলেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে রান্না করা সরবরাহ করা হয়। উপজেলা প্রশাসনের থেকে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, লবনসহ শুকনা খাবারের প্যাকেট, কম্বল, লুঙ্গী ও শাড়ি বিতরণ করা হয়। ইতোমধ্যে নতুন ঘর নির্মানের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০০ বান্ডিল টিন বরাদ্দ হয়েছে।  জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে আজ পীরগঞ্জ আসছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর