March 29, 2024, 12:41 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

নাটোরে রেলের স্টাফ কোয়ার্টার যখন মাদকসেবীদের দখলে

নাটোরে রেলের স্টাফ কোয়ার্টার যখন মাদকসেবীদের দখলে

নাটোর প্রতিনিধি

নাটোর রেল-স্টেশনের জমির অবৈধ দখল নতুন কিছু নয়। প্রভাবশালীদের দখলে কখনও বাজার, কখনও অটোস্ট্যান্ড হিসেবে রেলের জায়গা দখল হতে দেখলেও কর্তৃপক্ষের নীরব দর্শকের ভূমিকা ছাড়া অন্য কিছু করতে দেখা যায়নি। দখলের এই ধারাবাহিকতায় বাদ পরেনি নাটোর রেল-স্টেশনের স্টাফদের কোয়ার্টারও। দখল হয়ে যাওয়া নাটোর রেলের স্টাফ কোয়ার্টার এখন মাদক সেবীদের অভয়াশ্রম।
দীর্ঘদিন পর নাটোর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজ চললেও দখল হয়ে যাওয়া রেলের কর্মকর্তা-কর্মচারীদের স্টাফ কোয়াটার উদ্ধারে কোন পদক্ষেপ নেই। অবৈধভাবে দখল হওয়া ওই সব স্টাফ কোয়াটারে এখন চলে রমরমা মাদক সেবন।
রেলওয়ে সূত্রে জানা যায়, নাটোর রেল স্টেশন প্লাট ফর্মের দক্ষিন-পূর্ব কোনে রেলের স্টেশন মাস্টার সহ কর্মকতাদের জন্য রেলের বাসভবন( কোয়াটার) ছিল। মোট ৬টি ইউনিটের ওই কোয়াটারে স্টেশন মাষ্টার ২জন, টিসি (টিকেট কালেক্টর) ২ জন, বুকিং ক্লার্ক ১জন ও একজন পোর্টার পরিবার পরিজন নিয়ে থাকতেন। একতলা বিশিষ্ট রেলওয়ের কোয়াটারে ৮০ এর দশক পর্যন্ত রেলের ওই নাটোর স্টেশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বাস করতেন। ৯০ দশকের দিকে কর্মকর্তা-কর্মচারীদের অনেকে অবসরে যাওয়ার কারণে তারা ভবন ছেড়ে চলে যান। কেউ কেউ অন্য স্টেশনে বদলি হয়ে যাওয়াই তারাও কোয়ার্টার খালি করে পরিবার নিয়ে কর্মস্থলে যান। পরর্বতীতেই মাদকসেবীরা জায়গাটা খালি পেয়ে নেসার জন্য ব্যাবহার করে থাকতে পারে বলে জানা যায়।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর