March 28, 2024, 6:09 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮-এ দাঁড়িয়েছে। দক্ষিণাঞ্চলের মালিবু শহরের কাছেও দাবানলে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিন লাখেরও বেশি মানুষ নিরাপদ স্থানে চলে গেছেন। উদ্ধারকাজ চালাতে গিয়ে আহত হয়েছেন দমকল বাহিনীর তিন কর্মী। গত সোমবার পর্যন্ত ৪২ জনের মৃত্যুর কথা বলা হয়েছিল। তবে গত মঙ্গলবার পুলিশের বরাত দিয়ে সিবিএস নিউজ ৪৮ জনের প্রাণহানির খবর দিয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় প্যারাডাইস শহরে। সেখানে ধ্বংসস্তূপ থেকে ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।  এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন বিভাগের দুর্বল ব্যবস্থাপনাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গত শুক্রবার রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, ঝড়ো বাতাসে উপকূলীয় এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারে। দাবানলের তা-বে গত শুক্রবার পর্যন্ত উপদ্রুত এলাকার অন্তত ২০ হাজার একর জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের মুখপাত্র স্কট ম্যাকক্লিন জানান, মৃতদের বিষয়ে এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। তারা এমনভাবে পুড়ে গেছে যে, এখনও পর্যন্ত তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। দাবানলের তা-বে পাহাড়ি এলাকা প্যারাডাইজে পুড়ে গেছে ৬ হাজার ৭০০ ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর