March 28, 2024, 8:31 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

তারাগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মাস্ক ও ইফতার বিতরণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দারিদ্র অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার বিকেলে উপজেলার পাঁচ ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে এই ইফতার বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মাজেদুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজা মন্ডল ও সাধারণ সম্পাদক আবু বারেক পিয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াদুন্নবী রিয়াদ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ। উপজেলা সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মাজেদুল ইসলাম বকুল বলেন, উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু অসহায় সাধারণ মানুষের হাতে ইফতার তুলে দিয়েছেন। মাস্ক ও বিতরণ করেছেন। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজা মন্ডল বলেন, মানবিক কাজ গুলো করতে আমাদের খুবই ভালো লাগে। আমাদের দেখা দেখি সমাজে আরো পাঁচজন সচেতন মানুষ যদি ভালো কাজ করার শপথ নেন তাহলে আমাদের এ কাজ সার্থক হবে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াদুন্নবী রিয়াদ বলেন, আমরা মানুষ বাচার যুদ্ধে নেমেছি। মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছি। তাদের সুবিধা অসুবিধার কথা গুলো জানার চেষ্টা করছি। চাঁদা দিয়ে সাধ্য মোতাবেক অসহায় মানুষের পাশে দাড়াচ্ছি।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর