March 29, 2024, 11:15 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু
তানোর থানার অভিযানে চোলাইমদসহ সর্ব মোট ০৫ (পাঁচ) জন গ্রেফতার

তানোর থানার অভিযানে চোলাইমদসহ সর্ব মোট ০৫ (পাঁচ) জন গ্রেফতার

এস আর,সোহেল রানা, (রাজশাহী) তানোর, প্রতিনিধিঃ

রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম হোসেন, বিপিএম(বার) ও আতিঃপুলিশ সুপার সনাতন চক্রবর্তী,(ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার আফিসার কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে অভিযানে।
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম হোসেন, বিপিএম(বার) ও আতিঃপুলিশ সুপার সনাতন চক্রবর্তী,(ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার আফিসার কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে অভিযান।
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ জসীম উদ্দিন, সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩.২০ (তিন দশমিক বিশ ) গ্রাম হেরোইন সহ আসামী ১। মোঃ শামিবুর রহমান@বকুল(৩৯), পিতা-মৃত আব্দুল হামিদ, গ্রাম- চান্দুড়িয়া, থানা- তানোর, জেলা -রাজশাহী, ২। মোঃ মিনারুল ইসলাম(৩৬), পিতা-মৃত রুস্তম আলী, গ্রাম- চান্দুরিয়া উপরপাড়া , থানা- তানোর, জেলা -রাজশাহী ৩। মোঃ সুরুজ(২৮), পিতা-মোঃ মজিবুর রহমান, গ্রাম- চান্দুড়িয়া উপরপাড়া, থানা- তানোর, জেলা -রাজশাহীদের গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-২৭ তারিখ-২০/০৫/২০২২খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৮(ক)/৪১/২৬ রুজু হয় এবং পূথক আরেকটি অভিযানে এসআই (নিঃ)মোঃ আনোয়ার হোসেন, মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্র, তানোর রাজশাহী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০ (দশ) লিটার চোলাইমদ সহ আসামী ১। উকিল টুডু (৪০), পিতা- বদ্যনাথ টুডু ,সাং-শিবপুর , থানা- তানোর, জেলা –রাজশাহীকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-২৮ তারিখ-২০/০৫/২০২২খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ২৪(ক) রুজু হয়। তানোর থানার মামলা নং-২৬, তারিখ-২০/০৫/২০২২খ্রিঃ ধারা-২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৭ সংক্রান্তে এজাহার নামীয় ১। মোঃ সুজাত হোসেন, পিতা-আঃ রহমান, সাং-তেলোপাড়া, থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সর্ব মোট ০৫ (পাঁচ) জন আসামীকে অদ্য ইং ২১/০৫/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর